ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতির দায়ে ভারতে সাবেক মন্ত্রীর তিন বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০০:২৮, ২৭ অক্টোবর ২০২০

দুর্নীতির দায়ে ভারতে সাবেক মন্ত্রীর তিন বছরের কারাদণ্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ কয়লা ব্লক বণ্টন দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দিল্লীর বিশেষ সিবিআই আদালত এই সাজা দেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। দিলীপের পাশাপাশি ওই কেলেঙ্কারিতে জড়িত আরও দুই জনকেও তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। খবর আনন্দবাজারের। সাজা ঘোষণার পর বিশেষ বিচারক ভারত প্রশার দণ্ডিত তিন জনের প্রত্যেককে ১০ লাখ রুপী করে জরিমানা করেছেন। বিজেপি দলীয় অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কয়লা বিষয়ক মন্ত্রী ছিলেন দিলীপ। ১৯৯৯ সালে ঝাড়খন্ড রাজ্যের কয়লার ব্লক বণ্টন সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোলের পর বাজপেয়ীর এনডিএ সরকার সিবিআইকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে নেমে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। গ্রেফতার হন দিলীপ। দীর্ঘদিন বিচার চলার পর চলতি মাসের প্রথমদিকে ফৌজদারি অপরাধসহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হন তিনি। আদালত জানিয়েছে, দিলীপ ক্ষমতার অপব্যবহার করে বেআইনীভাবে পরিত্যক্ত কয়লাখনি এলাকা একটি বেসরকারী সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন।
×