ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩২ পাখিসহ আটক ৪ ॥ কারাদণ্ড ১

প্রকাশিত: ২২:৫৭, ২৭ অক্টোবর ২০২০

৩২ পাখিসহ আটক ৪ ॥ কারাদণ্ড ১

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৬ অক্টোবর ॥ জেলার চুনারুঘাটে ৩২টি জবাই করা পাখিসহ আটক ৪ শিকারির মধ্যে একজনকে ১ মাস বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি তিনজন মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। এরমধ্যে সিদ্দিক আলীকে (৩১) এক মাসের কারাদ- ও নূর আলম, শোয়েব মিয়া, শাকিল মিয়া মুচলেকায় মুক্তি পান। তারা সবাই চুনারুঘাট উপজেলার জুইরা গ্রামের বাসিন্দা। সোমবার রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। এর আগে তার নেতৃত্বে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের ৯নং সেকশনে অভিযান চালিয়ে এ ৪জন পাখি শিকারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জবাই করা ৩২টি পাখি। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক একজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। বাকি তিনজনকে মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে। পরে উদ্ধার হওয়া ১৯টি শালিক, ৬টি বুলবুল, ৪টি কাঠটুকরা, ২টি দোয়েল ও ১টি ভিমরাজ মৃত পাখি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে গর্ত করে মাটি চাপা দেয়া হয়।
×