ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুতা কারখানায় আগুন

প্রকাশিত: ২২:২৩, ২৭ অক্টোবর ২০২০

জুতা কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে জুতা তৈরির এক কারখানায় সোমবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের মাওনা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার টেংরাবাজার এলাকার রানার ফুটওয়্যার কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুরের মাওনা স্টেশনের দুই ও গাজীপুর সদর স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আসে। তারা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইয়াবাসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবাসহ হুমায়ুন নামের এক কারবারিকে আটক করেছে। সে উখিয়া সিকদার বিলের ফরিদ আহমদের পুত্র। রবিবার রাতে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্বে র‌্যাব এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত যুবকের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ৯৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ঊনপঞ্চাশ লাখ পঁচাত্তর হাজার টাকা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, দীর্ঘদিন যাবত টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
×