ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন করে আরও ৩০ মুক্তিযোদ্ধার সনদ বাতিল

প্রকাশিত: ২২:২৩, ২৭ অক্টোবর ২০২০

নতুন করে আরও ৩০ মুক্তিযোদ্ধার সনদ বাতিল

স্টাফ রিপোর্টার ॥ নতুন করে আরও ৩০ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সপক্ষে প্রমাণ না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে তাদের সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিল করে গত ১৮ অক্টোবর গেজেট জারি করা হয়েছে। জামুকার ৬৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল। এর আগে গত জুলাই মাসে ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়। এর আগে গত ৭ জুন বিমানবাহিনী ও বিজিবিতে যোগ দেয়ার সময় গেজেটভুক্ত হয়েছিলেন এমন ১ হাজার ১৮১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়। সনদ বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন কুমিল্লার মরহুম সাদেক আলী, আব্দুল গফুর আজাদ এবং চাঁদপুরের মোঃ শফিকুর রহমান হাওলাদার, মোঃ উয়েজ উল্লা খাঁন, মোঃ নজরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মৃণাল কান্তি সাহা। নারায়ণগঞ্জের মোঃ তারা মিয়া, মোঃ নুরুল ইসলাম, মৃত মোঃ আঃ জলিল, মোঃ আঃ হাকিমের সনদও বাতিল হয়েছে। এছাড়া যশোরের মৃত অমূল্য রতন বিশ্বাস, মৌলভীবাজারের উত্তম দাস, মাগুরার মোঃ ফুল মিয়া, নীলফামারীর মোঃ জিএম জুলফিকার, জামালপুরের একেএম ফজলুল হক, নরসিংদীর আঃ হাই, চাঁপাইনবাবগঞ্জের মরহুম মোঃ ইসাহাক মিয়া, নওগাঁর মোঃ আনিছুর রহমান, মোঃ আনিছুর রহমান খান ও মোঃ খোরশেদ আলী এবং কুড়িগ্রামের মোঃ রমজান আলী, মৃত অহিদ আলি ম-ল, পাবনার মোঃ হোসেন আলী, মোঃ আজিজুল হক, মোঃ মুক্তার হোসেন, মুহাম্মদ ইসমাইল হোসেন এবং নাটোরের মোঃ সমসের আলী, মোঃ মমতাজ আলীর সনদও বাতিল হয়েছে। পালরদী নদী থেকে শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আড়িয়াল খাঁর শাখা জেলার গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে সোমবার দুপুরে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গৌরনদী মডেল থানার এসআই মোঃ মিজানুর রহমান জানান, টরকীর চর এলাকার নানা বাড়িতে বেড়াতে এসে সজিব শেখ (৬) সোমবার দুপুরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পালরদী নদীর টরকী ব্রিজ এলাকা থেকে শিশু সজিবকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে সজিবের লাশ উদ্ধার করেছে। শিশু সজিব শেখ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টিহাটি গ্রামের ফরিদ শেখের পুত্র।
×