ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে সৈকতে প্রতিমা বিসর্জন

প্রকাশিত: ২২:১৯, ২৭ অক্টোবর ২০২০

উৎসবমুখর পরিবেশে সৈকতে প্রতিমা বিসর্জন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাঙালী সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। সোমবার বিশে^র দীর্ঘতম সমুদ্র সৈকতে সম্প্রীতির বন্ধনে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ সময় শ্রদ্ধা ভালবাসায় মাতৃবিদায়ের বিষাদপূর্ণ অশ্রু অঞ্জলির মাধ্যমে সাগরের জলে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সৈকতের বালিয়াড়িতে সব ধর্মের মানুষের উপস্থিতিতে তৈরি হয় সম্প্রীতির সেতুবন্ধন। আর এ বন্ধনে সকলেই এক সুরে প্রত্যয় ঘোষণা করেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। করোনাভাইরাসের কারণে দুর্গাপূজা উদ্যাপনে নানা বিধিনিষেধ ছিল। এবার প্রতিমা বিসর্জনে বাদ দেয়া হয়েছে শোভাযাত্রা। রাখা হয়নি কোন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জনের আয়োজন করে কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদ। তবুও প্রতিমা বিসর্জন অবলোকনে সৈকতের বালিয়াড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি দুপুর থেকে আসতে থাকে নানা ধর্মের মানুষ। তাদের সঙ্গে যোগ দেয় পর্যটকরাও। বিকেল ৩টা থেকে জেলার রামু, উখিয়া, সদর, কক্সবাজার পৌর এলাকা ও নাইক্ষ্যংছড়ি থেকে প্রতিমা বহনকৃত সারি সারি গাড়ি আসতে শুরু করে। গাড়ি থেকে নামানোর পর আরতি ও আরাধনা শেষেই বিসর্জন দেয়া হয় স্ব স্ব ম-পের প্রতিমা। এ সময় ঢোলের তালে তালে ‘মা দুর্গা কি জয়’ সেøাগানে মুখরিত ছিল সমুদ্র পাড়। প্রতিমা বিসর্জনের পাশাপাশি ভক্তদের নাচে-গানে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। বিসর্জন ঘিরে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য, ট্যুরিস্ট পুলিশের সদস্য ও জেলা পূজা উদ্যাপন পরিষদের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করে। আয়োজকরা জানান, সৈকতের এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা ৩০০টির অধিক প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। প্রতিমা বিসর্জন চলাকালীন সৈকতের বিজয়া মঞ্চে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রণজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মার সঞ্চালনায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। শুভেচ্ছা বক্তব্যকালে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ।
×