ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে গণপদত্যাগ

প্রকাশিত: ২১:৩২, ২৭ অক্টোবর ২০২০

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে গণপদত্যাগ

স্পোর্টস রিপোর্টার ॥ পদত্যাগের হিড়িকে টালমাটাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ছয়জনের পর এবার বাকি চারজন বোর্ড সদস্যও পদ ছেড়ে দিয়েছেন। গত বছর থেকে প্রোটিয়া ক্রিকেটের অভ্যন্তরে চলছে অস্থিরতা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে পুরো বোর্ডকে গত শুক্রবার পদত্যাগ করতে বলেছিল বোর্ডের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেম্বার্স কাউন্সিল। এর দু’দিন পর গত রবিবার সিএসএ’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামসসহ ছয়জন বোর্ড সদস্য পদত্যাগ করেন। বাকি তিনজন স্বাধীন বোর্ড সদস্য ইউজেনিয়া কুলা-আমেয়াও, মারিয়ুস স্কোম্যান, ভুয়োকাজি মেমানি-সেদিলে এবং আরেক নন-ইন্ডিপেন্ডেন্ট সদস্য জোলা থামায়ে পরদিন সরে দাঁড়ান। আপাতত মেম্বার্স কাউন্সিলের প্রধান রিহান রিচার্ডস সিএসএ’র ক্রিকেট সংশ্লিষ্ট সববিষয়ের প্রধান হিসেবে কাজ করবেন।
×