ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগে ১৯৭৩ সালের পর ‘লন্ডন’ জয় লিচেস্টারের

প্রকাশিত: ২১:৩১, ২৭ অক্টোবর ২০২০

ইংলিশ প্রিমিয়ার লীগে ১৯৭৩ সালের পর ‘লন্ডন’ জয় লিচেস্টারের

স্পোর্টস রিপোর্টার ॥ ভাবা যায়! এক বছর দুই বছর তিন বছর কিংবা বিশ বছর নয়। দীর্ঘ ৪৭ বছর পর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে জয় পেয়েছে লিচেস্টার সিটি। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে স্বাগতিক আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লিচেস্টার। দলটির ইতিহাস গড়া গোলটি করেছেন তারকা ফরোয়ার্ড জিমি ভার্ডি। এর আগে সেই ১৯৭৩ সালে সর্বশেষ এমিরেটস স্টেডিয়ামে জয় পেয়েছিল লিচেস্টার। দারুণ এই জয়ে ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিচেস্টার। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আর্সেনাল। চমক দেখানো এভারটন অবশেষে লীগে প্রথম হারের স্বাদ পেয়েছে। সাউদাম্পটনের মাঠে তারা হেরেছে ২-০ গোলে। এরপরও ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে এভারটন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে সাউদাম্পটন। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। যে কারণে জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিল গানার্সরা। কিন্তু মাঠের লড়াইয়ে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি স্বাগতিক ফুটবলাররা। প্রথমার্ধে দু’দলই বেশ কিছু সুযাগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি। বিরতির পর অতিথিদের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে আর্সেনাল। তবে লিচেস্টারের রক্ষণদুর্গ ভাঙ্গতে পারেনি আর্সেনাল। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে না পারা ভার্ডি। সেই ভার্ডি ৮০ মিনিটে লিচেস্টারের হয়ে জয়সূচক গোলটি করেন। চেঙ্গিস এ্যান্ডারের ক্রস থেকে দর্শনীয় হেডে আর্সেনালের জাল কাঁপান লিচেস্টারের ২০১৫-১৬ মৌসুমে শিরোপা জয়ের অন্যতম এই কারিগর। লীগে আর্সেনালের বিরুদ্ধে ভার্ডির এটি ১১ নম্বর গোল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ভার্ডি বলেন, আমাদের গত দুইম্যাচে ফলাফল ভাল ছিল না। আমরা জয়ের পথে ফিরতে চেয়েছিলাম। ভাগ্যক্রমে আমরা জয়ে ফিরেছি। ভাল লাগছে যে অনেকদিন পর দল এখানে (লন্ডন) জয় পেয়েছে।
×