ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রবার্তো ফিরমিনোর চোখ রিয়াল মাদ্রিদে

প্রকাশিত: ২১:৩১, ২৭ অক্টোবর ২০২০

রবার্তো ফিরমিনোর চোখ রিয়াল মাদ্রিদে

স্পোর্টস রিপোর্টার ॥ লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোর ওপরে চোখ রাখছে রিয়াল মাদ্রিদ। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা খবরের ভিত্তিতে জানা যায়, ফিরমিনোর প্রতি সতর্ক দৃষ্টি রাখছে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। ফলে সবকিছু সঠিকভাবে এগোলে ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে খেলতে দেখা যেতে পারে। যদিওবা এ ব্যাপারে এখন পর্যন্ত ক্লাব কিংবা ফিরমিনোর ব্যক্তিগত পক্ষ থেকে কোন ধরনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ২০১৫ সাল থেকে লিভারপুলের জার্সিতে আলো ছড়াচ্ছেন রবার্তো ফিরমিনো। এই সময় মোহাম্মদ সালাহ এবং সাদিও মানের সঙ্গে দুর্দান্ত এক আক্রমণভাগ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে লিভারপুলের ত্রয়ী ফুটবলার। এই তিন তারকার অসাধারণ পারফর্মেন্স আর দারুণ বোঝাপাড়ার কারণে বিশ্ব ক্লাব ফুটবলেও এখন আলো ছড়াচ্ছে অলরেডরা। তাদের নৈপুণ্যেই ২০১৮-১৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে জার্গেন ক্লপের দল। শুধু তাই নয়, ইউরোপ সেরার মুকুট পড়ার পর গত মৌসুমে আরাধ্য ইংলিশ প্রিমিয়ার লীগের ট্রফিও উঁচিয়ে ধরে সালাহ-মানে-ফিরমিনোরা। তারপরও কেন রবার্তো ফিরমিনোকে বিক্রি করে দেয়ার গুঞ্জন! এমন প্রশ্ন উঠছে অনেকের মনেই। তবে নিজেদের অতীত ইতিহাসই এমন প্রসঙ্গ সামনে টেনে এনেছে। বিশেষ করে গত এক দশকের প্রেক্ষাপট বিবেচনা করে দেখা যায় এই সময় গুরুত্বপূর্ণ তিন ফুটবলারকে বিক্রি করে দিয়েছে লিভারপুল। তারা হলেন, রাহিম স্টার্লিং, ফিলিপে কোটিনহো এবং লুইস সুয়ারেজ। যদিওবা ফিরমিনোর লিভারপুল ছাড়ার গুঞ্জন এটাই প্রথম নয়। এর আগে চলতি বছরের শুরুতেও শোনা গেছে বেয়ার্ন মিউনিখ পেতে চায় ফিরমিনোকে। কারণ পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি বিদায় নিলে তার শূন্যতা পূরণের মতো যোগ্য এক ফরোয়ার্ডকেই ফিরমিনোর মধ্যে দেখছিল বাভারিয়ানরা। লিভারপুলে জার্গেন ক্লপের আক্রমণভাগের অন্যতম শক্তি ফিরমিনো। বেয়ার্নের আগ্রহের বড় কারণ ফিরমিনো একসময় খেলত বুন্দেসলিগারই ক্লাব হফেনহেইমে। জার্মান ফুটবলের অভিজ্ঞতা তার রয়েছে। হফেনহেইম থেকে ২০১৫ সালে ২৯ মিলিয়ন পাউন্ডে তাকে কিনে নেয় লিভারপুল। এ্যানফিল্ডে যোগ দেয়ার পর ধীরে ধীরে নিজেকে সেরার কাতারে নিয়ে গেছেন এ তারকা। ইউরোপসেরা ক্লাবটির মূল একাদশের অপরিহার্য সদস্য তিনি। ২০১৮ সালে অলরেডদের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন ফিরমিনো। যার মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। এ চুক্তির পর আয়ে তিনি লিভারপুল স্কোয়াডে শীর্ষে উঠে আসেন মোহাম্মদ সালাহ ও ভার্জিল ভ্যান ডিকদের সঙ্গে।
×