ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সপ্তম শিরোপা জয় সাবালেঙ্কার

প্রকাশিত: ২১:৩০, ২৭ অক্টোবর ২০২০

সপ্তম শিরোপা জয় সাবালেঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ওস্ট্রাভা ওপেনেও পারলেন না ভিক্টোরিয়া আজারেঙ্কা। তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন এ্যারিনা সাবালেঙ্কা। টুর্নামেন্টের তৃতীয় বাছাই রবিবারের ফাইনালে ৬-২ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন চতুর্থ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। সেইসঙ্গে অল-বেলারুশিয়ান ফাইনালে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ উপহার দেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে। সেইসঙ্গে চলতি বছরের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। আর ক্যারিয়ারের সপ্তম ডব্লিউটিএ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন এ্যারিনা সাবালেঙ্কা। গত মার্চে কাতার ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবালেঙ্কা। করোনাভাইরাসের পর ওস্ট্রাভা ওপেনে জিতলেন মৌসুমের দ্বিতীয় ট্রফি। স্বাভাবিকভাবেই দারুণ রোমাঞ্চিত ২২ বছরের এই তরুণী। ম্যাচশেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাবালেঙ্কা বলেন, ‘আমি সত্যিই রোমাঞ্চিত। কেননা তার বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই একদম উচ্চ পর্যায়ের পারফর্ম করছিলাম। তার সঙ্গে দারুণ লড়াই করেছি। ফাইনাল ম্যাচটা জিতে আমি সত্যিই খুব আনন্দিত। আমার জন্য এই জয়টা খুব গুরুত্বপূর্ণ।’ ওস্ট্রাভা ওপেনের শুরু থেকেই সাবালেঙ্কার পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। টানা চার ম্যাচ জিতেই চলতি মৌসুমের দ্বিতীয় শিরোপার দেখা পেলেন তিনি। নিজের প্রথম ম্যাচে আমেরিকান টেনিসের প্রতিভাবান খেলোয়াড় কোকো গফকে হারিয়ে মিশন শুরু করেছিলেন বেলারুশ তারকা। পরবর্তীতে স্প্যানিশ টেনিস তারকা সারা সোরিবেস টোর্মোর মুখোমুখি হন। সেই ম্যাচেও তিন সেটের কঠিন লড়াইয়ের পর জয় তুলে নেন সাবালেঙ্কা। সেমিফাইনালের ম্যাচে হারান জেনিফার ব্র্যাডিকে। অন্যদিকে ভিক্টোরিয়া আজারেঙ্কাও ওস্ট্রাভা ওপেনে দুর্দান্ত খেলেছেন এবার। টানা তিন ম্যাচ জিতেই চেক প্রজাতন্ত্রভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বেলারুশ সুন্দরী। তবে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য একটা শট খেলেছিলেন তিনি। যা এই টুর্নামেন্টে ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে। শুধু তাই নয়, এই শট সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। ক্রেসিকোভার বিপক্ষে ম্যাচের তৃতীয় সেটের ঘটনা। সেটে ৫-১ ব্যবধানে এগিয়ে কেভিতোভা। আর ১৫-০ গেমে লিড। ঠিক তখনই ভিক্টোরিয়া আজারেঙ্কা দারুণ এক ব্যাকহ্যান্ড স্ট্রোক করেন। বলে এমনভাবে আঘাত করেন বেলারুশ সুন্দরী যা ঠিক মধ্যভাগে জালের ওপরে গিয়ে পড়ে। অবিশ্বাস্য হলেও সত্য যে বেশ কয়েক সেকেন্ড নেটের ওপর দিয়েই বল গড়াগড়ি করতে থাকে। অবাক বিস্ময়ে বলের দিকে দৃষ্টি সবার। কী অপেক্ষা করছে তাহলে? বলটাই বা কোন দিকে গিয়ে পড়বে? তবে শেষ পর্যন্ত সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রেসিকোভার কোর্টেই গিয়ে পড়ে বল। যার ফলে অবিশ্বাস্যভাবেই পয়েন্ট পান ভিক্টোরিয়া আজারেঙ্কা। এটাকে আসলে ক্যারিশমার চেয়ে সৌভাগ্যের ছোঁয়াই বলা যেতে পারে। যা বিশ্বাস করতে পারেননি খোদ ভিক্টোরিয়া আজারেঙ্কাও। যে কারণেই বল প্রতিপক্ষের কোর্টে পড়ার সঙ্গে সঙ্গেই কপালে হাত দেন তিনি। সেইসঙ্গে মৃদু হাসি। পরবর্তীতে উচ্চৈঃস্বরেই হাসতে থাকেন। সেইসঙ্গে বসা থেকে উঠে দাঁড়ান এবং মুষ্টিবদ্ধ হাত বাতাসের দিকে উড়িয়ে দেন আজারেঙ্কা। ম্যাচশেষে এই শটের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন এবং জয় করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তবে এটা নিঃসন্দেহে তার জীবনের অন্যতম ব্যতিক্রম এক ঘটনা। ওস্ট্রাভা ওপেনের আগে ফ্রেঞ্চ ওপেনেও কোর্টে নেমেছিলেন বেলারুশ সুন্দরী। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। তার পারফর্মেন্স এবার আশা জাগিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার।
×