ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যু নার্সিং কর্মকর্তা রুহুলের পরিবারকে সহায়তা

প্রকাশিত: ২১:১৭, ২৭ অক্টোবর ২০২০

করোনায় মৃত্যু নার্সিং কর্মকর্তা রুহুলের পরিবারকে সহায়তা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সিলেট ডাঃ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুর মোমেন। ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে ৩ মাসের খাদ্যদ্রব্য ও ২ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান এবং রুহুল আমিনের ছেলের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ২ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর জিন্দাবাজারে ‘মোমেন ফাউন্ডেশন’ কার্যালয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় তিনি বলেন, ‘করোনাকালে মহামারী আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে, করোনার সময় সম্মুখযুদ্ধে যারা মৃত্যুরবরণ করেছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে সরকার। সিলেটের চিকিৎক মঈন উদ্দিনের পরিবার পেয়েছেন ৫০ লাখ টাকা। নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের ফাইলও যদি প্রসেসিং করা হয় তার পরিবারও এই পরিমাণ অনুদান পাবেন।’
×