ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

প্রকাশিত: ২১:১৭, ২৭ অক্টোবর ২০২০

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৬ অক্টোবর ॥ ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ছেলে নিহত বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের নাম মেহেদী হাসান শান্ত (২৫)। রবিবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত শরিফ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তারা দু’জন বটতৈল এলাকার ‘কেএনবি এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ’ এর কর্মচারী। জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের নিহত মেহেদী হাসান শান্ত তার বাবা শরিফ উদ্দিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে তারা কেএনবি ইন্ডাস্ট্রিজ থেকে কয়েক শ’ মিটার দূরে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শরিফ উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। লালপুরে বাসযাত্রী সংবাদদাতা লালপুর থেকে জানান, নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় জোৎসনা বেগম (৪৫) নামের এক নারী বাস যাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে নাটোর-পাবনা মহসড়কের গোদড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। জানা যায়, সোমবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে রাজশাহীগামী চঞ্চল পরিবহন নামের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসা থাকা যাত্রী জোৎসনা বেগম মারা যায়।
×