ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশিত: ২১:১৭, ২৭ অক্টোবর ২০২০

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ অক্টোবর ॥ রেললাইনের সঙ্গে বেঁধে রাখা গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলায় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই উপজেলার পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী। জানা গেছে, আছিয়া বেগম কয়েক দিন আগে পানুর গ্রামে তার মেয়ে নার্গিস বেগমের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে নার্গিস ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে তার গরুটিকে পার্শ¦বর্তী রেললাইনের সঙ্গে বেঁধে রাখেন। এক পর্যায়ে গরুর দড়িটি রেল লাইনের হুকের সঙ্গে প্যাঁচ লেগে যায়। তা দেখতে পেয়ে আছিয়া বেগম গরুর দড়ির প্যাঁচ খুলতে যান। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৬২ নং লোকাল আপ ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। উল্লাপাড়ায় ব্যবসায়ী স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সোমবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে জাকির হোসেন (৪৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত জাকির হোসেন পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন তিনি। ভোরে উল্লাপাড়া রেলস্টেশনে ট্রেন পৌঁছালে তার ঘুম ভেঙ্গে যায়। সুযোগ বুঝে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে জাকির হোসেন ট্রেনে কাটা পড়ে নিহত হয়।
×