ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা

প্রকাশিত: ২১:১৬, ২৭ অক্টোবর ২০২০

নেত্রকোনায় বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ অক্টোবর ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত বিচারপতি ওবায়দুল হাসানকে নেত্রকোনা জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি ওবায়দুল হাসান ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, সরকারী কৌঁসুলি (জিপি) এ্যাডভোকেট ইফতেকার উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার। অপরদিকে মোহনগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সোমবার বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি পদে নিয়োগ পাওয়ায় মোহনগঞ্জের কৃতী সন্তান ওবায়দুল হাসানকে মোহনগঞ্জের বিভিন্ন সংগঠন সংবর্ধিত করেছে। সংগঠনগুলো হলো, আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট, গ্রন্থকুঞ্জ লাইব্রেরি ও রিডিং রুম, মোহনগঞ্জ সাধারণ পাঠাগার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। টাঙ্গাইলে পানিতে ডুবে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ অক্টোবর ॥ টাঙ্গাইল শহরের সিএনবি রোডের পাশের পুকুরে গোসল করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত পলি সাহা (৪২) দীনমনি সাহার মেয়ে। তার বাড়ি পৌর শহরের সাবালিয়া এলাকায়। সোমবার সকালে পুকুরে গোসল করার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে দীর্ঘ সময় যাওয়ার পরেও সে বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন পুকুরে খোঁজ নিতে যায়। পরে দুপুরে সিএনবি রোডের পাশের এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
×