ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের মহানুভবতায় বেঁচে গেলেন আহত রিক্সাচালক

প্রকাশিত: ২১:১৬, ২৭ অক্টোবর ২০২০

পুলিশের মহানুভবতায় বেঁচে গেলেন আহত রিক্সাচালক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পুলিশের মহানুভবতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক রিক্সাচালক। রবিবার রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা ওই রিক্সা চালকের গলা কেটে তার ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাকের জেনারেল মুসা মার্কেট এলাকায় স্বপরিবারে ভাড়া বাসায় থেকে এলাকায় রিক্সা চালাতেন আব্দুল গফুর (৪৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাট থানার নাজিম খান বরনচর এলাকার মৃত পনির বেপারীর ছেলে। রবিবার রাত ১১টার দিকে যাত্রীবেশে দুই সশস্ত্র ছিনতাইকারী গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার কাশেম কটন মিলের ১নং গেটে যাওয়ার কথা বলে মৌচাক থেকে গফুরের রিক্সা ভাড়া করে রওনা হন। ওই দুই যাত্রীর নির্দেশ অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে গফুর রিক্সাটি নিয়ে ১নং গেট অতিক্রম করে তুরাগ নদের পাশে একটি নির্জনস্থানে পৌঁছেন। এ সময় রিক্সাটি থামিয়ে ছিনতাইকারীরা গফুরকে জাপটে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে গফুরের গলার বেশ কিছু অংশ কেটে যায়। রক্তাক্ত গফুর আত্মরক্ষার্থে ঘটনাস্থল থেকে দৌড়ে পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গুরুতর আহত রিক্সাচালককে স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গফুরের প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে গফুরকে সেখানে রক্ত দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হয়। কিন্তু গফুরের পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় পরিশোধ করা সম্ভব নয় ভেবে হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করতে অনীহা প্রকাশ করে। পরে পুলিশের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় পরিশোধের আশ্বাস দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আহত রিক্সাচালকের চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
×