ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গবেষণার আওতায় করোনার এন্টিবডি টেস্ট শুরু আজ

প্রকাশিত: ২১:১৫, ২৭ অক্টোবর ২০২০

গবেষণার আওতায় করোনার এন্টিবডি টেস্ট শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গবেষণার অংশ হিসেবে আজ মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শুরু হচ্ছে করোনা ভাইরাস আক্রান্তদের এন্টিবডি টেস্ট। ‘স্যারো প্রিভিল্যান্স অব সার্সকোভ-২ এন্টিবডি ইন আরটি-পিসিআর পজিটিভ পেশেন্ট ইন চট্টগ্রাম’ শীর্ষক গবেষণার আওতায় পরিচালিত হবে এই কার্যক্রম। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, এন্টিবডি টেস্টের মাধ্যমে জানা যাবে করোনাভাইরাসে আক্রান্তদের শরীরে কেমন এন্টিবডি সৃষ্টি হচ্ছে এবং সেই এন্টিবডি কতদিন কার্যকর থাকবে। সুস্থ হওয়া রোগীরা অন্য কোন ধরনের জটিলতার মধ্যে পড়ছেন কিনা তাও বোঝা যাবে। করোনাভাইরাসের চিকিৎসার গবেষণায় এই তথ্য-উপাত্ত কাজে লাগবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আবদুর রব মাসুমের নেতৃত্বে আরও কয়েক চিকিৎসক এই গবেষণার কাজ পরিচালনা করবেন।
×