ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মান্দায় নির্যাতনের শিকার গৃহবধূর হাসপাতালে মৃত্যু

প্রকাশিত: ২১:১৩, ২৭ অক্টোবর ২০২০

মান্দায় নির্যাতনের শিকার গৃহবধূর হাসপাতালে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ অক্টোবর ॥ টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন মৌসুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূ। যৌতুকের দাবিতে গত বুধবার তার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে স্বামীসহ পরিবারের লোকজন। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ভর্তি করা হয়েছিল মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে স্থানান্তর করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে সোমবার সকালে মারা যান তিনি। পরে রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৌসুমির লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর পরিবারের লোকজন পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে। নিহত মৌসুমি আক্তার ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও চকচোঁয়ার গ্রামের আফজাল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আফজাল হোসেনের মেয়ে মৌসুমি আক্তারকে প্রায় ১২ বছর আগে একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামের ইসাহাক আলীর ছেলে মিজানুর রহমানের সঙ্গে বিয়ে দেয়া হয়। এ দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে। নিহত মৌসুমির বাবা আফজাল হোসেন জানান, বিয়ের সময় জামাইকে নগদ অর্থসহ বিভিন্ন উপঢৌকনও দেয়া হয়েছিল। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকে আরও টাকার দাবিতে জামাই মিজানুর রহমান প্রায়ই মেয়ের ওপর নির্যাতন শুরু করে। একই দাবিতে গত বুধবার তার ওপর অমানুষিক নির্যাতন করেন জামাইসহ পরিবারের লোকজন। এক পর্যায়ে মেয়ে মৌসুমি অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধারসহ হাসপাতালে ভর্তি করে দেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
×