ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাল রুপীসহ আটক ৪

প্রকাশিত: ২১:১০, ২৭ অক্টোবর ২০২০

জাল রুপীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার বাটাগ্রাম ও বড়গাছি বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জাল রুপীসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফুটানীবাজার আলালপুর গ্রামের জিহাদ রানা, ছোট জামবাড়িয়া এলাকার নবীউল্লাহ, দুর্গাপুরের আব্দুস সামাদ ও ধরমপুর মান্নুর মোড়ের আল-আমিন ওরফে বাইতুল ইসলাম মিশুক। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জের বাটাগ্রাম ও বড়গাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জাল রুপী, একটি প্রিন্টার, মেমোরিকার্ডসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়। অশুভ শক্তি দমনে শপথ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘অসুর বধের মতো সকল অশুভ শক্তিকে পরাজিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যাব।’ শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে এমনই শপথ গ্রহণ করেছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। জেলার উজিরপুর উপজেলার প্রত্যন্ত মালিকান্দা এলাকায় প্রতিষ্ঠিত ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও জাদুঘরের সামনে সোমবার সকালে এ শপথ বাক্য পাঠ করানো হয়। মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে এ শপথবাক্য পাঠ করান। এ সময় বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধার সন্তান আর.কে ম-লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×