ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহেশখালীতে গৃহবধূ হত্যায় শ্বশুরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:০৯, ২৭ অক্টোবর ২০২০

মহেশখালীতে গৃহবধূ হত্যায় শ্বশুরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ২৬ অক্টোবর ॥ কক্সবাজারের মহেশখালীতে শ্বশুরবাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় গৃহবধূ আফরোজার লাশ উদ্ধারের ঘটনার আট দিন পর অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গৃহবধূ আফরোজার শ্বশুরসহ নয়জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন, নিহত আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পী, তার প্রথম স্ত্রী কামিনি আফরিন কঙ্কা, তার বোন জামাই শহিদুল ইসলাম কাজল, মা রোকেয়া হাসান, ভাই আসিফ, পিতা হাসান বশির, ভাই হাসান রাসেল, এহসান ও হাসান আরিফ। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন আফরোজার পিতা মোঃ ইসহাক। একইসঙ্গে আদালত আফরোজার পিতার দায়েরকৃত আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। মামলার আইনজীবী এ্যাডভোকেট ফারুক ইকবাল বলেন, মহেশখালীর চাঞ্চল্যকর আফরোজা হত্যাকাণ্ডের ঘটনাটি আমি কক্সবাজারের নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এ রুজু করলে মাননীয় বিচারক আমার বক্তব্য শুনে বাদীর ফৌজদারি দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করেন। একইসঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা মতে এসপি, সিআইডিকে চার্জশীট দাখিলের নির্দেশ দেন এবং মহেশখালী থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে বিজ্ঞ ট্রাইব্যুনালকে অবহিত করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কক্সজারের মহেশখালীতে নিখোঁজের ছয় দিন পর ১৭ অক্টোবর গৃহবধূ আফরোজা বেগমের লাশ স্বামীর বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আফরোজার শ্বশুর বাড়ি কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে। ঘটনার পর নিহতের স্বামী রাকিবুল হাসান বাপ্পির ১ম স্ত্রীর ৫ বছরের কন্যা লাশ গুমের বিষয়টি পুলিশকে জানালে ঘটনার রহস্য উদ্ঘাটন হয়। পীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৬ অক্টোবর ॥ পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের রামনা চান্দোহর গ্রামে সোমবার দুপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই গ্রামের আজগর আলীর পুত্র নাহিদ (৬) বাড়ির পার্শ্বেই ইমরান আলীর পুকুর পাড়ে খেলা করার সময় পা পিছলে পুকুরে পরে গিয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে পার্শ্বের কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×