ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চেক প্রতারক তুষার নন্দী গ্রেফতার

প্রকাশিত: ২১:০৫, ২৭ অক্টোবর ২০২০

চেক প্রতারক তুষার নন্দী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ প্রতারণাসহ চেক জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ময়মনসিংহের কথিত ব্যবসায়ী ও আইনজীবী তুষার নন্দী অমলকে। রবিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ তুষারকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাবখালি এলাকা থেকে গ্রেফতার করার পর সোমবার বিকেলে ময়মনসিংহ আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়। প্রতারণার শিকার ভুক্তভোগীরা তুষার নন্দীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। পুলিশ জানায়, চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত তুষার নন্দীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাড়াও কোতোয়ালি মডেল থানায় আলাদা দুটি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে জমি কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নগদ মোটা অঙ্কের টাকা নিয়ে এবং বাকিতে পণ্যসামগ্রী কিনে টাকা পরিশোধ না করে স্থানীয় প্রায় অর্ধশত মানুষের সঙ্গে চেক প্রতারণা করে তুষার নন্দী অমল। চেক প্রতারণার এক মামলায় সাজাপ্রাপ্ত তুষার নন্দী পলাতক ছিল। স্থানীয় চরকালিবাড়ি গ্রামের পাওনাদাররা তুষার নন্দীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ছাড়াও কোতোয়ালি থানায় অভিযোগ করে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল।
×