ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফ মহাসড়কে অবৈধ পার্কিং ॥ বাড়ছে দুর্ঘটনা

প্রকাশিত: ২১:০৪, ২৭ অক্টোবর ২০২০

টেকনাফ মহাসড়কে অবৈধ পার্কিং ॥ বাড়ছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। সিএনজি, টমটমসহ বিভিন্ন গাড়ি অবৈধভাবে পার্কিং করায় প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে। উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে ১২লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছে। শিবিরগুলোতে যাতায়াতকারী স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও সংস্থার হাজার হাজার গাড়ির কারণে সড়কে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। দেড় বছর ধরে সড়কের সংস্কার কাজ চললেও এলাকাবাসী সড়ক বড় করার সুফল পাচ্ছে না। সড়কের ওপর অবৈধ দোকান, সিএনজি, টমটমের যত্রতত্র পার্কিং করার কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ সড়কে যাতায়াতরত যাত্রীগণ যন্ত্রণায় ভুগছে। এ্যাম্বুলেন্স চলাচলে, মানুষের বিভিন্ন প্রয়োজনীয় কাজে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করতে হয়। এছাড়া অদক্ষ ও আনাড়ী চালকদের কারণে দিন দিন ভয়ঙ্কর জীবনঘাতী দানব হয়ে উঠছে ব্যাটারি চালিত টমটম। প্রতিদিন কোন না কোনভাবে টমটমের দুর্ঘটনার শিকার হয়ে জীবনহানিসহ পঙ্গুত্বের শিকার হচ্ছে নীরিহ হাজারও পথচারী। সিএনজি ও টমটমের প্রতিযোগিতামূলক চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হয়ে ৪ মাস হাসপাতালে থাকতে হয়েছে কোটবাজারের এক ব্যবসায়ীকে। সরকার অবৈধ এ টমটম গাড়ির মহাসড়কে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও হাইওয়ে ও থানা পুলিশকে মাসোয়ারা দিয়ে চলাচল করছে প্রাণঘাতী টমটম। দেশের বিদ্যুত খাতের বারোটা বাজাচ্ছে এই টমটম। ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম কারণ হচ্ছে টমটম। তীব্র যানজটের প্রধান কারণও অবৈধ এ টমটম। হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম এমএ বলেন, দেশের বিভিন্ন সড়কে চলাচলরত প্রশিক্ষণপ্রাপ্ত চালককে গাড়ি চালানোর অনুমতি দিলেও টমটম চালকদের তেমন কোন প্রশিক্ষণের ব্যবস্থা নেই। যার কারণে অনেকে গাড়ি চালানোর নিয়মকানুন জানে না। টাকার লোভে টমটম গাড়িগুলো অনভিজ্ঞ চালকের হাতে তুলে দেয়ার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে আনাড়ী চালকরা। এখনই টমটম নামক ঘাতক যানের লাগাম টেনে ধরা উচিত। তা না হলে এভাবে দুর্ঘটনার শিকার হয়ে অকালেই ঝরে পড়বে অসংখ্য তাজা প্রাণ।
×