ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪

প্রকাশিত: ২০:১৪, ২৬ অক্টোবর ২০২০

টঙ্গীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ সোমবার টঙ্গী রেল স্টেশনের কাছে বউ বাজার এলাকায় যাত্রী বাহী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৪ ট্রেন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে লিংকন নামে এক যুবকের অবস্থা গুরুতর। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাত পাওয়া লিংকন এখনও অচেতন অবস্থায় আছেন। পরিচয়পত্র থেকে জানা গেছে, তার পিতার নাম সজল সরকার। দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগন্জ থানার হোসেনপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে ব্রহ্মপূত্র নামের ট্রেনে। ট্রেনটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। টঙ্গী বউ বাজার এলাকা থেকে জানা গেছে, স্হানীয় কিছু দুষ্কৃতকারী প্রতিদিনই রাত-বিরাতে রেল লাইনের পাথর দিয়ে ট্রেনে ঢিল ছুড়ে বহু মানুষকে আহত করছে। টঙ্গী থেকে জয়দেবপুর রেলস্টেশন পর্যন্ত অহরহ ঘটছে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। ট্রেন যাত্রী ও এলাকাবাসীরা জনকণ্ঠকে জানান, টঙ্গী গাজীপুর রেলপথে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ভয়াল আকার ধারন করেছে।
×