ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলার বিচ্ছিন্ন ১৬ চরে সাব-মেরিল ক্যাবলে বিদ্যুৎ যাচ্ছে

প্রকাশিত: ১৭:৫৬, ২৬ অক্টোবর ২০২০

ভোলার বিচ্ছিন্ন ১৬ চরে সাব-মেরিল ক্যাবলে বিদ্যুৎ যাচ্ছে

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার মধ্য মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিচ্ছিন্ন ১৬টি চরে বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। মেঘনা নদীর তলদেশ দিয়ে ভোলার তুলাতুলি থেকে মাঝের চরে সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পৌছে দেয়ার কাজ শুরু হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ভোলা সদরের তুলাতুলি শাহবাজপুর পর্যটন কেন্দ্রের পাশে মেঘনা পাড়ে দোয়া অনুষ্ঠানের পর এই ক্যাবল স্থাপনের কাজ শুরু করা হয়। এই ক্যাবল স্থাপনের ফলে ৪টি ইউনিয়ন বিদ্যুতের আওতায় আসবে। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের জিএম মোঃ আবুল বাশার আজাদ, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, পৌর কাউন্সিলর ইব্রাহিম খোকন, ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, ইউপি চেয়ারম্যান নান্নু ডাক্তার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ হাওলাদারসহ স্থানীয়রা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইকরামুল আলম । পল্লী বিদ্যুৎ বিভাগের জিম আবুল বাশার আজাদ সাংবাদিকদের জানান, বঞ্চিত চরবাসীদের বিদ্যুতের আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই ক্যাবল স্থাপন করা হচ্ছে। ডিসেম্বরে ভোলা জেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। এ সময় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব। সংশ্লিষ্ট সূত্র জানান, সাব-মেরিল ক্যাবল সংযোগ করা হচ্ছে জেলা সদরের কাচিয়া মাঝের চর, দৌলতখান উপজেলার মদনপুর , মেদুয়া , ভবানীপুরচর, চরবোরহান, তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল, মলংচোরা , চরফ্যাশন উপজেলার কুকরিমুকরী, চর-বিশ^াস, চরকাজল, চর-মন্তাজ, মুজিবনগর, আন্দারচরসহ ১৬টি চর । মূলত ৭টি পয়েন্ট থেকে এই সংযোগগুলো হচ্ছে। এ জন্য ১০১ কিলোমিটার সাব-মেরিল ক্যাবল নদী পথে স্থাপন করা হবে। ১২৫৩ কিলোমিটার লাইন গ্রীডে হবে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সরকারের খরচ হবে ৭৫ হাজার টাকা। এ সংযোগের ফলে মেঘনা , তেঁতুলিয়া ও সাগরমোহনার সকল জেলেপল্লী বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। এক মাসের মধ্যে কাজ শেষ হবে। স্থলভাগে একশভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।
×