ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচন ॥ মহাকাশ থেকে ভোট দিলেন নারী নভোচারি

প্রকাশিত: ১১:০৫, ২৬ অক্টোবর ২০২০

মার্কিন নির্বাচন ॥ মহাকাশ থেকে ভোট দিলেন নারী নভোচারি

অনলাইন ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার(আইএসএস) থেকে মার্কিন নির্বাচনে ভোট দিয়ে অংশগ্রহণ করেছেন নভোচারি কেট রুবিন। ভোট প্রদানের পর নাসা অ্যাস্ট্রোনাটসের অফিশিয়াল টুইটার পেইজ থেকে রুবিনের একটি ছবি পোস্ট করা হয়। নাসা জানিয়েছে, নভোচারিরা আইএসএস থেকে ভোট দিতে চাইলে তাদেরকে প্রথমে আবেদন করতে হবে। তাদের ভোট প্রদানের ইচ্ছা সম্পর্কে জানার পর সব ব্যবস্থা করে দেবে নাসা। যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণের নিয়ম কিছুটা আলাদা। ভোটাররা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন। সেই প্রতিনিধিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বেছে নেন। প্রথম ধাপ হিসেবে আপাতত সাধারণ মানুষের ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট জমা পড়েছে ৫ কোটি ১৫ লাখ। এর মধ্যে নাসার এক নভোচারির ভোটও আছে। নাসা টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত। তাই সেখানকার নির্বাচনী অফিসে আছে বিশেষ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়েই নাসার নভোচারিদের ভোট ডাউনলোড করা হয়। মার্কিন নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের জো বাইডেন।
×