ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ২৩:৩৬, ২৬ অক্টোবর ২০২০

বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৫ অক্টোবর ॥ বগুড়ার আদমদীঘিতে সন্তোষ বীথিকা ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুদিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন এলাকার কৃতী সন্তান ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ সঞ্জয় কুমার ঘোষ ও ঢাকা মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের অব্স এন্ড গাইনি বিশেষজ্ঞ ডাঃ সচিতা রানী ঘোষ। বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী গ্রামের সন্তোষ কুমার ঘোষের বড় ছেলে ডাঃ সঞ্জয় কুমার ঘোষ ও তার স্ত্রী প্রতি বছরের মত এবারো দুর্গাপূজা উপলক্ষে তার গ্রামের বাড়িতে এ মহতী উদ্যোগ গ্রহণ করেন। গত দুই দিনে এক হাজারেরও অধিক গরিব, অসহায় ও দুস্থকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করেন।
×