ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু এভিনিউ ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র চালু

প্রকাশিত: ২২:৪০, ২৬ অক্টোবর ২০২০

বঙ্গবন্ধু এভিনিউ ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র চালু

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে রবিবার সকালে ডিপিডিসি’র উদ্যোগে ‘বঙ্গবন্ধু এভিনিউ ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র’ চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বতন্ত্র ৩৩/১১ কেভি উপকেন্দ্র স্থাপন করায় এক ধাপ এগিয়ে গেল ডিপিডিসি। উপকেন্দ্র চালুকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুত বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুত বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রধানগণ, ডিপিডিসির নির্বাহী পরিচালকবৃন্দসহ উর্ধতন কর্মকর্তা। এ উপকেন্দ্র চালুর ফলে ৭০ এমভিএ ক্ষমতা ডিপিডিসির বিদ্যুত বিতরণ ব্যবস্থায় যুক্ত হলো। ফলশ্রুতিতে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, সচিবালয়, আব্দুল গনি রোড, পুরান ঢাকা, বকশি বাজার ইত্যাদি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ সম্ভব হবে। এর ফলে উল্লেখিত এলাকার বিদ্যুত ব্যবস্থার সার্বিক উন্নয়ন সাধিত হবে। -বিজ্ঞপ্তি
×