ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন ৪৩ পণ্যকে বাধ্যতামূলক মান সনদ নিতে হবে

প্রকাশিত: ২২:৩৯, ২৬ অক্টোবর ২০২০

নতুন ৪৩ পণ্যকে বাধ্যতামূলক মান সনদ নিতে হবে

ভোক্তার ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে লো ফ্যাট মিল্ক, ফ্লেভারড্ মিল্ক, আইস ললি, ন্যাচারাল মেহিদি, ডিশওয়াশিং লিকুইড, লিকুইড টয়লেট ক্লিনার, নেইল পলিস, স্বর্ণ, পাওয়ার লুমে তৈরি কটন শাড়ি, প্যাসেঞ্জার কার টায়ার ও রিম, হলো ক্লে ব্রিক্স ও ব্লকস্, পাওয়ার ট্রান্সফরমারসহ নতুন ৪৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। রবিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৩৪তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এতে সভাপতিত্ব করেন। এতে কাউন্সিলের প্রথম সহসভাপতি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, দ্বিতীয় সহসভাপতি ও শিল্পসচিব কেএম আলী আজম, সদস্য-সচিব ও বিএসটিআইর মহাপরিচালক ড. মোঃ নজরুল আনোয়ার (গ্রেড-১) উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×