ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খেলবেন সাকিব, থাকছে না বিদেশী

ঘরোয়া টি২০ লীগ ১৫ নবেম্বর শুরু!

প্রকাশিত: ২২:৩৬, ২৬ অক্টোবর ২০২০

ঘরোয়া টি২০ লীগ ১৫ নবেম্বর শুরু!

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। করোনাভাইরাসের প্রকোপে ৭ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের ম্যাচে ফেরাতে এই ওয়ানডে সিরিজ আয়োজন করেছে সফলভাবে। এবার আগামী মাসে টি২০ লীগ যা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের স্পন্সরে আয়োজন হওয়ার কথা ৫ দল নিয়ে। রবিবার প্রেসিডেন্টস কাপ ফাইনালের পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ১৫ নবেম্বর থেকেই মাঠে গড়াবে টি২০ টুর্নামেন্টটি। ৯০ জন দেশী ক্রিকেটার রাখা হবে এবং কোন বিদেশী ক্রিকেটার ছাড়াই হবে এই আসরটি। এই আসরে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আগামী মাসের শুরুতেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন পাপন। এছাড়া স্পন্সর পেতে অচিরেই দরপত্র দেয়া হবে বলে জানান তিনি। করোনার প্রকোপ এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের রেখে ৩ দল নিয়ে সফলভাবেই বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ আয়োজন করে সক্ষমতা প্রমাণ করেছে। এবার পরবর্তী চ্যালেঞ্জ বিসিবির সামনে। এবার ৫ দল নিয়ে টি২০ আসর, কলেবর বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে। অনেক বেশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা। এই আসরে থাকবেন ৯০ জন ক্রিকেটার যারা সবাই দেশীয় তারকা। এ বিষয়ে পাপন বলেন, ১৫ নবেম্বর থেকে শুরু হতে পারে টি২০ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমরা বিদেশী খেলোয়াড় খেলাব না। কারণ বিদেশী শুধু ব্যাটসম্যান পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের তো বোলারও লাগবে। ৯০ জন দেশী ক্রিকেটার নিয়ে টুর্নামেন্টটি হবে। সাকিবও নবেম্বরের শুরুতে দেশে ফিরবেন এবং এই আসরের শুরু থেকেই খেলবেন। তিনি বলেন, ‘হ্যাঁ, ও খেলবে, এটা নিশ্চিত, আমাদের সঙ্গে কথা হয়েছে। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগেই ও চলে আসবে। তার আগেও আসতে পারে।’ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আইসিসি থেকে ১ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। আগামী ২৮ অক্টোবর শেষ হচ্ছে তার নিষেধাজ্ঞার মেয়াদ। ২৯ অক্টোবর থেকে সবধরনের ক্রিকেট খেলতে পারবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এবারও তিনি দেশে ফিরলে সার্বিক সুবিধাই পাবেন বলে জানিয়েছেন পাপন। তিনি বলেন, ‘সাকিব ১০ তারিখের দিকে আসবে, আমাকে বলেছে। এলে এখানকার সবধরনের সুযোগ-সুবিধা পাবে সে।’
×