ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেভার হ্যাটট্রিকে জয় বেয়ার্নের

প্রকাশিত: ২২:৩৬, ২৬ অক্টোবর ২০২০

লেভার হ্যাটট্রিকে জয় বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক যেখানে শেষ করছিলেন গত মৌসুম সেখান থেকেই শুরু করেছেন নতুন মৌসুম। এবারও প্রতিপক্ষের জালে গোলোৎসব করে চলেছেন তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি। শনিবার রাতে জার্মান বুন্দেসলিগায় করেছেন চোখ ধাঁধানো হ্যাটট্রিক। পোলিশ তারকার দুর্দান্ত নৈপুণ্যে স্বাগতিক বেয়ার্ন মিউনিখ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সফরকারী ফ্রাঙ্কফুর্টকে। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বাভারিয়ানদের হয়ে বাকি গোল দু’টি করেন লেরয় সানে ও জামাল মুসিয়ালা। বড় জয় পেলেও অবশ্য পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। কেননা হার্থা বার্লিনকে ২-১ গোলে হারানো লাইপজিগ ১৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে বেয়ার্ন। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে তিনে বরুশিয়া ডর্টমুন্ড। গত মৌসুমে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করে ক্যারিয়ারে প্রথমবার উয়েফা এ্যাওয়ার্ড জিতেছেন লেভানডোস্কি। সেই ফর্ম এবারও অব্যাহত আছে তারকা এই ফরোয়ার্ডের। ঘরের মাঠে ম্যাচের দশম মিনিটে প্রথম গোল পায় বেয়ার্ন। কিংসলে কোমানের পাস থেকে গোল করেন লেভানডোস্কি। ২৬ মিনিটে জশুয়া কিমিচের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ তারকা। বিরতির পর ৬০ মিনিটে ডগলাস কোস্টার পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা। লীগে এ নিয়ে ১০ গোল করেছেন তিনি।
×