ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোর দেয়া হচ্ছে ফুটবলারদের ফিটনেসে

প্রকাশিত: ২২:৩৫, ২৬ অক্টোবর ২০২০

জোর দেয়া হচ্ছে ফুটবলারদের ফিটনেসে

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ৫ নবেম্বর ঢাকায় আসছে নেপাল জাতীয় ফুটবল দল। প্রতিবেশী দেশ নেপালের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী ১৩ ও ১৭ নবেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দু’টি। করোনাভাইরাসের কারণে গত মার্চে লীগ বন্ধ হওয়ার পর ফুটবলাররা ছিলেন খেলার বাইরে। বিশ্বকাপ বাছাই উপলক্ষে গত আগস্টে ক্যাম্প শুরু হলেও তা বন্ধ হয়ে যায় এ বছর বাছাই স্থগিত হয়ে যাওয়ায়। সকালের অনুশীলনে রানিংয়ে রহমত মিয়া সাত ল্যাপ দিয়েছেন। বাকিরা কেউ ছয়, কেউ পাঁচ ল্যাপ শেষ করতে পেরেছেন। সাধারণত খেলোয়াড়রা যখন একটা লম্বা সময় খেলার বাইরে থাকেন তখন তাদের আমরা একটা সেশন দিয়ে থাকি। সেটা তারা ঠিকমতো অনুসরণ করল কিনা এবং আমাদের সিডিউল অনুযায়ী ইনডিভিজ্যুয়াল অনুশীলন করেছে কিনা টেস্টে বেরিয়ে আসে। এর মাধ্যমে খেলোয়াড়দের হার্টরেট, স্ট্যামিনা, স্পিড এগুলো দেখে নিতে পারেন প্রশিক্ষক। শনিবারের অনুশীলন ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর গতকাল যোগ হয় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম। এখানে প্রায় দুই ঘণ্টার অনুশীলনে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে ছিলেন ফুটবলাররা। দলের হেড কোচ জেমি ডে ঢাকায় আসছেন আগামী ২৯ অক্টোবর। তার আসার আগ পর্যন্ত সহকারী কোচরাই খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নেবেন। এখন শুরুর কয়টি দিন ফিটনেস নিয়ে বেশি কাজ করতে হবে। করোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের ফিটনেস আগের অবস্থায় ফিরিয়ে আনা বেশ কঠিন। সেটা ভালভাবেই বুঝতে পারছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। অনুশীলনের একফাঁকে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘পুরো বিষয়টি আসলে চ্যালেঞ্জের। কারণ একেকজনের ফিটনেস লেভেল একেক অবস্থায় আছে। বসুন্ধরার খেলোয়াড়রা ট্রেনিংয়ে ছিল। তাদের ফিটনেস লেভেল এক রকমের। এর বাইরে যারা আছে তাদের অন্যরকম। তবে ক্যাম্পে যারা যোগ দিচ্ছেন সবারই ফিটনেস পরীক্ষা হচ্ছে। কার কি অবস্থা তা দেখে নিচ্ছেন কোচিং স্টাফরা। কায়সার তাই বলছিলেন, বসুন্ধরার বাইরে যারা আছে তারা ব্যক্তিগত ট্রেনিং করেছে। কিন্তু টিম ট্রেনিং ও ব্যক্তিগত ট্রেনিংয়ের মধ্যে অনেক পার্থক্য। আমরা যতটুকু সময় পাই, চেষ্টা করব ফিটনেসটা একটা পর্যায় আনতে। যারা পরে যোগ দেবে তাদেরও ফিটনেস পরীক্ষা হবে। সেটা দেখার পরই অনুশীলন। উল্লেখিত তারিখে চার্টার্ড বিমানে ঢাকায় আসবে নেপাল দল।
×