ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী নজরুল সঙ্গীত কর্মশালা নবেম্বরে

প্রকাশিত: ২২:৩০, ২৬ অক্টোবর ২০২০

দেশব্যাপী নজরুল সঙ্গীত কর্মশালা নবেম্বরে

স্টাফ রিপোর্টার ॥ অনলাইনের মাধ্যমে দেশব্যাপী শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্থার সাধারণ সম্পাদক শিল্পী খায়রুল আনাম শাকিল জানান, দেশের প্রতিটি জেলায় এই কর্মশালা পরিচালনা করা হবে। কয়েকটি জেলা নিয়ে একটি অঞ্চলে বিভক্ত করে কর্মশালা পরিচালনা করা হবে। এই প্রশিক্ষণে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার প্রায় ৪০ জন দক্ষ প্রশিক্ষক অংশ নিবেন। আগামী ৫, ৬ ও ৭ নবেম্বর সিলেট বিভাগের ৪টি জেলায় (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলজীবাজার) কর্মশালার মাধ্যমে শুরু হবে দেশব্যাপী এই প্রশিক্ষণের সূচনা। এরপর আগামী ৯ ও ১০ নবেম্বর ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫টি জেলায় (মাদারীপুর, ফরিদপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি একই তারিখে রাজশাহী বিভাগের জেলাগুলোরও প্রশিক্ষণ চলবে। ১৬ ও ১৭ নবেম্বর বরিশাল বিভাগ, ২৩ ও ২৪ নবেম্বর চট্টগ্রাম বিভাগের ৪টি জেলায় (চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া), ২৯ ও ৩০ নবেম্বর রংপুর বিভাগ, ৭ ও ৮ ডিসেম্বর খুলনায় এবং ১৩ ও ১৪ ডিসেম্বর ময়মনসিংহে এই কর্মশালা পরিচালিত হবে। বাকি সিডিউল সংস্থাটি পরে জানাবে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। উল্লেখ্য, ইতিপূর্বে দেশের ৩২টি জেলায় একাধিকবার নজরুল সঙ্গীত কর্মশালার আয়োজন করেছে সংস্থাটি। দেশব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকবেন নজরুল সঙ্গীত শিল্পী জোসেফ কমল রড্রিক্স, খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, সেলিনা হোসেন, করিম হাসান খান, কল্পনা আনাম, নাসিমা শাহীন ফ্যান্সী, সুমন মজুমদার, শারমীন সাথী ইসলাম, রেজাউল করিম, মাহমুদুল হাসান, বিজন মিস্ত্রী, তানভীর আহমেদ, মোহিত খান প্রমুখ।
×