ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপে করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

প্রকাশিত: ২২:০১, ২৬ অক্টোবর ২০২০

ইউরোপে করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ -এ ইউরোপে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। আর টানা দ্বিতীয় দিন যুক্তরাষ্ট্রে রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে ভারতে করোনায় শনাক্ত ৫০ হাজার। এদিকে সারাবিশ্বে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৮২ হাজার ৩৬৬ জন। মারা গেছেন ১১ লাখ ৫৭ হাজার ৩৬৭ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১৮ লাখ ১১ হাজার ৭৩৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক কোটি এক লাখ ৫৯ হাজার ৮৫৩ জন। যাদের মধ্যে ৭৭ হাজার ৩৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় বিশ্বের চার লাখ ৫২ হাজার ৮৯৫ জন সংক্রমিত হয়েছেন। নতুন করে মারা গেছেন ৫ হাজার ৫৯৯ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। লাতিন আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ইউরোপে করোনা মহামারীতে মৃত্যু ২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। গত দুই সপ্তাহ ধরে ইউরোপ দৈনিক রেকর্ড সংক্রমণের কথা জানানোর পর অঞ্চলটিতে মৃত্যুর এই দুঃখজনক সংখ্যা পার হয় বলে জানাচ্ছে রয়টার্সের টালি। এর আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইউরোপ ২ লাখ দৈনিক সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রে রেকর্ড সংক্রমণ ॥ টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে রেকর্ড দৈনিক কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে ৮৮ হাজার ৯৭৩ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। যা আগের দিনের একই সময়ে ৭৯ হাজার ৯৬৩ এর চেয়ে বেশি। ভারতে আরও ৫৭৮ মৃত্যু ॥ করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১২৯ জন। এ সময়ের মধ্যে ৫৭৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
×