ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কঠিন শর্ত সৌদি আরবের

চতুর্থ ধাপে মিলতে পারে বাংলাদেশীদের জন্য ওমরাহর সুযোগ

প্রকাশিত: ২১:৫৫, ২৬ অক্টোবর ২০২০

চতুর্থ ধাপে মিলতে পারে বাংলাদেশীদের জন্য ওমরাহর সুযোগ

আজাদ সুলায়মান ॥ কঠিন শর্তের বেড়াজালে চতুর্থ ধাপে মিলতে পারে বাংলাদেশীদের জন্য ওমরাহ পালনের সুযোগ। তৃতীয় ধাপে আগামী ১ নবেম্বর বহির্বিশ্বের জন্য চালু করা হচ্ছে ওমরাহ চালু। এ জন্য শর্ত জুড়ে দেয়া হয়েছে এক গুচ্ছ। তবে আপাতত বাংলাদেশের জন্য সুখকর তেমন কোন সংবাদ নেই। সৌদির বাইরের দেশগুলোর জন্য ওমরাহ চালু হচ্ছে এটাই সুখের সংবাদ। চতুর্থ ধাপে বাংলাদেশীরা এ সুযোগ পেতে পারেন বলে জানা গেছে। সৌদি ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডঃ আবদুল আজিজ বিন আবদুর রহিম ওজান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই সার্কুলার জারি করা হয়েছে। তৃতীয় ধাপের ওমরাহ সম্পর্কে সৌদি আরবের উমরাহ কোম্পানিগুলোর মাধ্যমে জানা গেছে, আপাতত তারা দুই এক মাসের জন্য পূর্বের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের আলোকে নিম্ন শর্তসাপেক্ষে তৃতীয় ধাপেও ওমরাহ চালু করতে যাচ্ছে। এক্ষেত্রে তারা উমরাহ কার্যক্রম, হাজীদের শারীরিক সুস্থতা, এবং উমরাহ শেষ করে দেশে ফেরার পর তাদের শারীরিক অবস্থার ওপর ফলোআপ করে পরবর্তীতে শর্তগুলো শিথিল করা হবে। ওমরাহ যাত্রীদের বয়স অবশ্যই ১৮-৫০’র মধ্যে হতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টা পূর্বে করোনা টেস্ট করতে হবে। ওমরাহ, হারামাইনে নামাজ, মদিনা ও রওজা শরীফ জিয়ারতের জন্য ঊধঃধসধৎহধ এ্যাপসের মাধ্যমে তাসরিয়াহ নিতে হবে। ট্রান্সপোর্ট এবং হোটেলের ন্যায় বিমান টিকেটের কপি নিতে হবে। ওমরাহযাত্রী যে হোটেলে থাকবেন সে হোটেল থেকেই তিনদিনের ঋঁষষ নড়ধৎফ খাবারসহ হোটেল বুকিং করতে হবে। হোটেলে এসে প্রথম- ৭২ ঘণ্টা অর্থাৎ মিনিমাম তিন দিন অবস্থান করতে হবে-ওমরাহ করা যাবে না। ভ্রমণের ২৪ ঘণ্টা পূর্বে ফ্লাইট নাম্বারসহ ওমরাহযাত্রীর ডিটেইলস ওমরাহস্টেমে প্রবেশ করাতে হবে। প্রত্যেক গ্রুপে ৫০ জন ওমরাহযাত্রী থাকবেন এবং একজন গাইড থাকবেন। এ বিষয়ে হাব সভাপতি শাহাদত হোসেন তসলিম জানিয়েছেন, সৌদি আরব ধাপে ধাপে ওমরাহ চালু করছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের নাগরিক ও দ্বিতীয় ধাপে সৌদিতে বসবাসকারী বিদেশী নাগরিক ও সর্বশেষ তৃতীয় ধাপে বহির্বিশ্বের জন্য খুলে দেয়া হয়েছে ওমরাহ পালনের সুযোগ। এখন প্রশ্ন উঠতেই পারে তাহলে বাংলাদেশীদের জন্য কবে মিলতে পারে এ সুযোগ। এ বিষয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনই ফোন আসে- ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য উন্মুখ হয়ে আছে। বিশেষ করে প্রথমবারের মতো এবারই বাংলাদেশীরা হজ পালন থেকে বঞ্চিত হয়েছেন। তাদের একটা বড় অংশ এখন ওমরাহ করে হলেও সে আশা পূরণ করতে চান। সেজন্যই দেশবাসী অধীর আগ্রহে সৌদি আরবের পানে উন্মুখ হয়ে আছে একটি সুখবরের জন্য। আমরা আশাবাদী কঠিন শর্ত হলেও কিছু লোক তা মেনেই ওমরাহ করতে প্রস্তুত আছেন। তবে এ ধরনের শর্তে এখনই হয়তো ব্যবসা সফল হবে না। সেজন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় যখন সৌদি আরর এসব শর্ত আরও শিথিল করবে। কঠিন শর্তগুলো সম্পর্কে জানতে চাইলে দেশের অন্যতম শীর্ষ হজ এজেন্সি ও ট্যুর প্রতিষ্ঠান সালসাবিল ট্রাভেলস এ্যান্ড ট্যুরসের কর্মকর্তা আহমেদ বিন নূর দৈনিক জনকণ্ঠকে বলেন, প্রথম যে শর্ত বয়স। ১৮ এর নিচে ও ৫০ এর ওপরে বয়সের কেউ ওমরাহ করতে পারবেন না। এখানেই তো বড় বাধা। বাংলাদেশের মানুষ সাধারণত ওমরাহ করেন আরও সিনিয়র বা মুরব্বি বয়সে। সরকারী চাকরিজীবীদের বড় একটা অংশ অবসরে যাবার পর ওমরাহ পালন করেন। তারা তো এ শর্তে এবার যেতে পারছেন না। তাছাড়া অনেকেই আছেন পুরো পরিবার নিয়ে করেন। তারা কিভাবে যাবেন। স্বামীর বয়স যদি পঞ্চাশের ওপরে হয় তাহলেও স্ত্রীর পক্ষে সম্ভব হবে না। যদি ১৮ এর নিচে কোন সন্তান থাকে তার পক্ষেও যাওয়া যাবে না। কাজেই চতুর্থ ধাপে সুযোগ হলেও বয়সের এ শর্তে বাংলাদেশ থেকে এখন তেমন সংখ্যক ওমরাহ মিলবে না। এ ছাড়া আরও একটি কঠিন শর্ত হচ্ছে এহরাম পরিহিত অবস্থায় তিন দিন হোটেলে অবস্থান করা। ঢাকা থেকে এহরাম অবস্থায় সৌদিতে গিয়েই তিনদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর এ্যাপসের মাধ্যমে এন্ট্রি করে হেরেম শরীফে ঢোকাটা বেশ কষ্টসাধ্য। এভাবে কেউ আগ্রহী হবে না। বাকি শর্ত না হয় বিত্তবানদের পক্ষে সম্ভব হবে। সাধারণের বেলায় বর্তমান অবস্থায় ওমরাহ করা সম্ভব নয়। হাব সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের এহেন শর্তাদি হয়তো বেশিদিন থাকবে না। সৌদি আরবের হজ কর্তৃপক্ষ সূত্র আভাস দিয়েছে- করোনা তাণ্ডবের দরুন আপাতত ধাপে ধাপে শর্তাদি দিয়ে ওমরাহ চালু করছে। আাগামী ডিসেম্বরেই চতুর্থ ধাপে আরও সহজ পদ্ধতির ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। তখন বাংলাদেশের জন্যও মিলতে পারে আগের মতো সেই সুযোগ।
×