ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯৯৯ এ ফোন করে রক্ষা পেল চালক, ছিনতাইকারি আটক

প্রকাশিত: ২১:৪১, ২৫ অক্টোবর ২০২০

৯৯৯ এ ফোন করে রক্ষা পেল চালক, ছিনতাইকারি আটক

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ড মহাসড়কের সীতাকুন্ড অংশে একটি ট্রাকে ছিনতাইয়ের ঘটনায় মো.দিলশাদ(২৭)নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছিনতাইকারি একই এলাকার দক্ষিণ পাক্কা মসজিদ ওয়ার্ডের মোঃ ইউছুফের পুত্র। গত শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে পাক্কার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়,তখন গভীর রাত। সড়কের চারদিকে দোকান-পাঠ থাকলেও সব বন্ধ,শুনশান নিরবতা। ট্রাক চালক গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা। ঠিক ঐ মুহুত্বে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ট্রাক চালককে জিম্মি করে নগদ টাকা ও দুইটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। চালক দিক-বেদিক কোন উপায় না দেখে ৯৯৯-এ ফোন করেন এবং আত্মরক্ষার কথা ও ছিনতাইয়ের বিষয়টি অবগত করেন। তাৎক্ষনিক হাইওয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে এক ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। ছিনতাইকারির কাছ থেকে উদ্ধার করা হয় একটি চাপাতি ও একটি ছোরাসহ নগদ দেড় হাজার টাকা। রবিবার ক্ষতিগ্রস্থ ট্রাক চালক মো.সবুজ(৩০)নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীতাকুন্ডে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“ছিনতাইয়ের শিকার ট্রাক চালক ৯৯৯-এ ফোন দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এবং ছিনতাইকারী চক্রের এক সদস্যকে তাদের ব্যবহৃত দেশীয় সরঞ্জাম ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করি এবং আসামিকে সীতাকুন্ড মডেল থানায় সোপর্দ করি। এ ঘটনায় রবিবার ছিনতাইয়ের শিকার ট্রাক চালক সবুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।”
×