ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহামারি করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে

প্রকাশিত: ২১:৩৩, ২৫ অক্টোবর ২০২০

মহামারি করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এই ভয়াবহ করোনা মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত উন্নয়ন কর্মকান্ডের ভুয়ুসী প্রশংসা করে বলেন, করোনা আক্রমণের পর গোটা বিশ্ব স্থবির পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও বিচক্ষণতার জন্য দেশের উন্নয়নমূলক কার্যক্রম থেমে যায়নি। উন্নয়ন কার্যক্রম থেমে গেলে জনগণ বিপদগ্রস্থ হত। অভাব আমাদেরকে করোনার মত আঁকড়ে ধরতো। কিন্তু প্রধানমন্ত্রী সে সুযোগ দেয়নি। তার নির্দেশনা ও পরিকল্পনায উন্নয়ন কাজ অব্যাহত আছে। তিনি আরো বলেন, করোনায় কেউ চিকিৎসা পাইনি, না খেয়ে ছিল, এ অভিযোগ কোথাও নাই। আর করোনা ভাইরাস এটা বাংলাদেশের জন্য প্রথম। যে কোন দুর্যোগে অসংখ্য মানুষ মারা যায়। অভাব-অনটনে দিন যাপন করে। কিন্তু এবার মানুষের সেই দুর্ভোগ লাঘব করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে হুইপ ইকবালুর রহিম এমপি ৭০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ৬২ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ৬৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের গোয়ালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর পর হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, কোতয়ালী অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, সদর উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, শহর আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন, আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
×