ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের অটো প্রমোশনের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া দরকার ছিল ॥ নজরুল

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ অক্টোবর ২০২০

শিক্ষার্থীদের অটো প্রমোশনের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া দরকার ছিল ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের অটো প্রমোশনের আগে নিরপেক্ষ বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া দরকার ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি’ নামক একটি সংগঠন আয়োজিত ‘পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার রেজাল্ট: শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নজরুল বলেন, কউ বলেছেন অটো পাস, কেউ বলেছেন করোনাকালে করুনার পাস। আমাদের প্রশ্ন পরীক্ষাটা নেয়া হবে না কেন? যে যুক্তি দেখানো হয়েছে এই সরকারের মু্খে এই যুক্তি শোভা পায় না। অটো প্রমোশন সরকারের ভ্রান্ত সিদ্ধান্ত। কারণ সরকার অফিস আদালত চালু করে দিয়েছেন, কল-কারখানা চালু করে দিয়েছেন, তারা গণপরিবহন চালু করে দিয়েছেন, দোকানপাট চালু করে দিয়েছেন-সব কিছু চালু করে দিয়েছেন তাহলে পরীক্ষা কেন নেবেন না। স্বাস্থ্য বিধি মেনেই আমরা শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারতাম, সংক্ষেপে নিতে পারতাম, আংশিকভাবে নিতে পারতাম। নজরুল বলেন, পাকিস্তান আমলে একবার অটোপাসে শিক্ষার্থীদের দুরাবস্থার কথা সবাই জানেন। এমনকি বিযে-সাদীর সময়ও এটা নিয়ে কথা হতো। এবারও তাই হবে এবং এবার আরো বেশি হবে এই কারণে যে, এটা এইচএসসি। আয়োজক সংগঠনের আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, আয়োজক সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক লুতফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোহেল রানা প্রমুখ।
×