ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার

প্রকাশিত: ১৬:৪৪, ২৫ অক্টোবর ২০২০

পাথরঘাটায় ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার

সংবাদদাতা, পাথরঘাটা ॥ বরগুনার পাথরঘাটায় পুকুরের বেড়াজালে আটকা পড়া ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।আজ রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের টেংড়া এলাকার পাগলা কালুর বাড়ির পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। উদ্ধারকর্মী জাকির মুন্সি জানান, অজগর সাপটি ৯ হাত লম্বা ও ২০ কেজি ওজন হবে। ভিটিআরটি স্বেচ্ছাসেবক জাকির মুন্সি বলেন, ফজরের নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গেলে পকুরের পাড়ে থাকা বেড়ার জাল নড়াচড়া করতে দেখা যায়। এ সময় তিনি তার ছেলেকে ডাক দিলে সে এসে দেখেন জালের সাথে বড় একটি অজগর সাপ আটকে গেছে। তখন ভিটিআরটি অন্য স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, পাথরঘাটা ফরেস্ট অফিসে খবর দেয়া হয়েছে তারা আসলে অবমুক্ত করা হবে। টেংড়া বিট কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, অজগর সাপ নিয়ে রেঞ্জ কর্মকর্তার সাথে কথা হয়েছে, এটি বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করা হবে। বিকেল চারটার দিকে রেঞ্জ কর্মকর্তা ও টেংড়া বিট কর্মকর্তা মো.সাইদুল ইসলামের সাথে আলাপকালে জানাযায় অজগরটি বিহঙ্গদ্বীপে অবমুক্ত করা হয়েছে।
×