ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের দাপুটে জয়

প্রকাশিত: ০০:২৮, ২৫ অক্টোবর ২০২০

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো রিয়ালের দাপুটে জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ন্যূ ক্যাম্পের ম্যাচে তারা ৩-১ গোলে পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে। ঐতিহ্যের এই লড়াই জিতে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জিনেদিন জিদানের দল। ৬ ম্যাচ শেষে ৪ জয়ের সৌজন্যে ১৩ পয়েন্ট সংগ্রহ তাদের। অন্যদিকে বার্সা নেমে গেছে টেবিলের ১২ নম্বরে। ৫ ম্যাচ থেকে কাতালানদের দখলে মাত্র ৭ পয়েন্ট। এল ক্ল্যাসিকো মানেই বাড়তি উত্তেজনা। তবে করোনার কারণে এবার ঐতিহ্যের এই লড়াইটা হয়েছে দর্শক শূন্য স্টেডিয়ামে। ম্যাচ শুরুর ৫ মিনিটেই প্রথম এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দারুণ এক গোল করে স্বাগতিকদের হতাশায় ডুবান ভালভার্দে। তবে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জিনেদিন জিদানের দল। মাত্র ৩ মিনিট পরই সমতায় ফেরে বার্সিলোনা। দারুণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবান ভালভার্দে। তবে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জিনেদিন জিদানের দল। মাত্র ৩ মিনিট পরই সমতায় ফেরে বার্সিলোনা। আলবার এসিস্টে দুর্দান্ত গোল করে ৮ মিনিটেই বার্সাকে ম্যাচে ফেরান তরুণ প্রতিভাবান ফুটবলার ফাতি। সেইসঙ্গে ইতিহাসেও জায়গা করে নেন কাতালানদের এই তুর্কী। এল ক্ল্যাসিকোর এযাবৎকালের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েন ফাতি। যার ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির পরও নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে দুই দল। তবে ৬৩ মিনিটে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টির সৌজন্যে এবার সফরকারী দলক লিড এনে দেন রিয়াল দলপতি সার্জিও রামোস। পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার সব রকমারি চেষ্টা চালিয়ে যায় মেসি-পিকেরা। কিন্তু সাফল্যের দেখা পায়নি স্বাগতিক শিবির। উল্টো ম্যাচের ৯০ মিনিটে আরও একবার কাতালানদের জালে বল জড়ায় রিয়াল মাদ্রিদ। বার্সার কফিনে এবার শেষ পেরেকটি ঠুকে দেন লুকা মডরিচ। রড্রিগোর সহায়তায় গোল করেন রিয়ালের এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
×