ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ছায়া ও মানুষ’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০০:০১, ২৫ অক্টোবর ২০২০

‘ছায়া ও মানুষ’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ তারুণ্যনির্ভর নাট্যদল-নাট্যবেদের নবম প্রযোজনা ‘ছায়া ও মানুষ’ নাটকের সফল মঞ্চায়ন হয় শুক্রবার। করোনার ক্রান্তিকাল পরবর্তী সময় পুনরায় মঞ্চনাটক এবং সাংস্কৃতিক কার্যক্রম শুরুর বিষয়ে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগের সঙ্গে সহমত পোষণ করে দলটি ‘ছায়া ও মানুষ’ একক নাটকের উদ্বোধনী প্রদর্শনী মঞ্চস্থ করে দনিয়া স্টুডিও থিয়েটার হলে। সমসাময়িককালের ঘটে যাওয়া ঘটনার প্রামাণ্য দলিল ‘ছায়া ও মানুষ’ নাটকটি রচনা করেছেন আমিনুল হীরা। নির্দেশনা দিয়েছেন তোসাদ্দেক হোসাইন মান্না। নাটকে একক অভিনয় করেছেন মির্জা স¤্রাট। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া উদ্বোধনী মঞ্চায়নে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিককর্মী ও সাধারণ দর্শক। আগামী ২৭ অক্টোবর নাট্যবেদ তাদের ১ যুগপূর্তি করতে যাচ্ছে। এই ১২ বছরে মঞ্চনাটক এবং পথনাটক মিলিয়ে ৯টি প্রযোজনা এনেছে দলটি। আগামীতে নাট্যবেদ আরও নতুন প্রযোজনা মঞ্চে আনার জন্য মহড়া করে যাচ্ছে। নির্দেশক আমিনুল হীরা বলেন, নাটক জীবনের কথা বলে, প্রতিবাদের কথা বলে, সমাজ, রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান বাহকই হলো নাটক। তাকে যতœ করা একজন সৎ শিল্পীর যেমন দায়িত্ব, তেমনি গুণীশিল্পীদের স্থান করে দেয়াও কর্তব্য। নির্দেশক তোসাদ্দেক হোসাইন মান্না বলেন, এই করোনাকালীন সময় বসে থেকে থিয়েটারের বিভিন্ন আলোচনা ও কাজের কথা শুনে মনে হলো নিজে কিছু করি। সেই সময় আলাপ হয় নাট্যকার আমীনুল হীরার সঙ্গে রোমানা রুমার মাধ্যমে। তিনি আমাকে এই পা-ুলিপি পড়তে দিলে আমার পছন্দ হয়। তখন অভিনেতা মির্জা স¤্রাটের সঙ্গে আলাপ করলে সে আগ্রহ দেখায়। নাট্যবেদ আমাকে নাটকটি নির্দেশনার দায়িত্ব দেয়।
×