ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন এরদোগানের

প্রকাশিত: ২৩:৫৬, ২৫ অক্টোবর ২০২০

লিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন এরদোগানের

লিবিয়ার যুদ্ধরত দলগুলোর মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি এই চুক্তিকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। শুক্রবার ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রয়টার্স। তিনি বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি (লিবিয়ার) উচ্চ পর্যায় থেকে করা হয়নি। সময় বলে দেবে নিম্ন পর্যায়ের ব্যক্তিদের করা ওই চুক্তি কতদিন বজায় থাকে। সুতরাং এই চুক্তিকে তার কাছে বিশ্বাসযোগ্যতার অভাবের মতো বলেই মনে হচ্ছে, যোগ করেন এরদোগান। জাতিসংঘ মিশন জানায়, দুই পক্ষের পাঁচজন করে সামরিক সদস্য জেনেভায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। ঐতিহাসিক এই চুক্তি লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিবিয়ায় যুদ্ধরত দুইপক্ষ দেশটির স্থায়ী যুদ্ধবিরতি দিয়ে শান্তিচুক্তি করতে সম্মত হয়েছে। শুক্রবার যুদ্ধরত প্রধান দুই পক্ষ এ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়। এর ফলে কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের সমাপ্তি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটি থেকে রাশিয়া, তুরস্ক ও অন্য আঞ্চলিক শক্তিগুলোর সেনাদের ফিরিয়ে নেয়া হতে পারে।
×