ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লীকে উড়িয়ে দিল কলকাতা

প্রকাশিত: ২৩:৩৪, ২৫ অক্টোবর ২০২০

দিল্লীকে উড়িয়ে দিল কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) উড়তে থাকা দিল্লী ক্যাপিটালসকে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ উপহার দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবীতে শনিবার দিনের প্রথম ম্যাচে ৫৯ রানের বিশাল জয়ের পথে শ্রেয়াস আইয়ারদের কার্যত উড়িয়ে দিয়েছে ইয়ন মরগানের দল। নিতিশ রানা ও সুনীল নারাইনের দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে কেকেআর। ১৩ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৮১ রান করে ফেরেন ওপেনার নিতিশ। আর পাঁচ নম্বরে নেমে ৩২ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন নারাইন। ৬টি চার ও ৪টি বিশাল ছক্কা হাঁকান ক্যারিবিয়ান এ তারকা। ক্যাপিটালসদের হয়ে ২টি করে উইকেট নেন এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা ও মার্কাস স্টয়নিস। জবাবে বরুণ চক্রবর্তীর লেগস্পিনে বেসামাল দিল্লীর সংগ্রহ ৯ উইকেটে থামে মাত্র ১৩৫ রানে। সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক আইয়ার। ঋষভ পন্থের ২৭ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। ৪ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন বরুণ। এর মধ্যে টানা দুই বলে হেটমায়ার ও আইয়ারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। পেসার প্যাট কামিন্স নিয়েছেন ৩ উইকেট। দারুণ এ জয়ে (১১তম ম্যাচে ষষ্ঠ) শক্তভাবে সেরা চারের রেসে থাকল কেকেআর। অন্যদিকে পাঞ্জাবের পর কলকাতার কাছে হার সত্ত্বেও সুপার ফোরের দৌড়ে ভালমতোই এগিয়ে আছে দিল্লী।
×