ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেসারদের মধ্যে লড়াইয়ে খুশি রুবেল-তাসকিন

প্রকাশিত: ২৩:৩৩, ২৫ অক্টোবর ২০২০

পেসারদের মধ্যে লড়াইয়ে খুশি রুবেল-তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ দু’জনেরই জাতীয় দলে সাম্প্রতিক সময়ে অপরিহার্যতা নেই। অভিজ্ঞ রুবেল হোসেন দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ গত দুই বছরে খুব কমই পেয়েছেন। আর তুলনামূলকভাবে তরুণ তাসকিন আহমেদ দীর্ঘ সময় জাতীয় দলেরই বাইরে। কিন্তু করোনাভাইরাসের কারণে সার্বিক ক্রিকেট কর্মকাণ্ড ৭ মাস বন্ধ থাকার পর বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ ছিল প্রথম কোন প্রতিযোগিতামূলক আসর। সেখানে দু’জনই গতির কারুকাজ দেখিয়ে নজর কেড়েছেন। মাহমুদুল্লাহ একাদশের হয়ে রুবেল ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন, আর নাজমুল একাদশের হয়ে তাসকিন সমান ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন। দু’জনই পেসারদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এ আসরে তাতে সন্তোষ জানিয়েছেন। ফাইনালে আজ তারা দু’জন মুখোমুখি হবেন গতির লড়াইয়ে। নতুন বলে পেসাররা দুর্দান্ত বোলিং করেছেন পুরো প্রেসিডেন্টস কাপেই। তাই শীর্ষ ৬ উইকেট শিকারিই পেসার। টপঅর্ডাররা লীগপর্বের কোন ম্যাচেই বড় ইনিংস খেলতে পারেননি। যেন শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই হয়েছে পেসারদের মধ্যে। এ বিষয়ে রুবেল বলেন, ‘বোলিং নিয়ে আমি সন্তুষ্ট, কারণ আমার এবং দলের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারছি। বিশেষ করে নতুন বলে। এই মহামারীর সময় সব পেস বোলারই অনেক কষ্ট করেছে। আমার মনে হয় সেটার ফল এখন খুব ভালভাবেই পাচ্ছে। আমার কাছে মনে হয় প্রতিযোগিতা থাকা সবসময়ই ভাল। বাংলাদেশ দলের জন্য এটা ভাল। কারণ প্রতিযোগিতা থাকলে একজন পেস বোলার যখন খেলবে তার মনে এটা কাজ করবে যে ব্যাকআপ আরও ভাল ভাল পেস বোলার আছে। তখন তার পারফর্মেন্সসহ সবকিছুই ভিন্ন হবে।’ দীর্ঘ সময় পর কোন সিরিজ খেলতে নামার পর পেসারদের মধ্যে যে এগিয়ে থাকার লড়াই তাতে খুশি তাসকিনও। তিনি বলেন, ‘বোলাররা কিছুটা সহায়তা পেয়েছে উইকেট থেকে। কিন্তু সহায়তা পেলেও সবাই ধারাবাহিকতা রেখেই ভাল বোলিং করেছে।
×