ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চেন্নাইর ‘বিদায়’ মেনে নিয়েছেন ধোনি

প্রকাশিত: ২৩:৩২, ২৫ অক্টোবর ২০২০

চেন্নাইর ‘বিদায়’ মেনে নিয়েছেন ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ লীগপর্বে নিজেদের ১১ ম্যাচ শেষে ৩ জয়ের বিপরীতে ৮ হার; পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। কাগজে-কলমের হিসেব সেরা চারে খেলার ‘সুক্ষè’ একটা সুযোগ দেখালেও আইপিএল ইতিহাসের তিনবারের চ্যাম্পিয়ন সফল এ ফ্র্যাঞ্চাইজিটির মাঠের পারফর্মেন্স বলছে, বাদ পড়াটা এখন কেবল সময়ের ব্যাপার। আশা বাঁচিয়ে রাখার রসদ হতে পারতো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটা। শারজায় ১০ উইকেটের লজ্জার হারের পর খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ‘বিদায়’ মেনে নিয়েছেন। বাকি তিন ম্যাচে পরবর্তী আসরের প্রস্তুতি হিসেবে দেখছেন কিংদন্তিতুল্য সিএসকে সেনাপতি। এখনও অনেক যদি-কিন্তু রয়েছে : যেমন নিলামটা কেমন হবে, টুর্নামেন্টের ভেন্যু কোথায় হবে? এসব বিষয় নিয়ে আরও ভালভাবে নতুন করে যাত্রা শুরু করতে হবে’ বলছিলেন ধোনি। তিনি আরও যোগ করেন, ‘একটা নির্দিষ্ট একাদশ দাঁড় করানোর লক্ষ্যে এতদিন যারা সুযোগ পায়নি তাদের পরখ করে দেখাও জরুরী। তাদের যথেষ্ট সুযোগ দিতে হবে যেন নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে পারে। তাই সামনের তিন ম্যাচ আদর্শ পরিস্থিতি বলা যায়। এমন পরিস্থিতিতে পড়তে ভাললাগার কথা নয়। কিন্তু পরিস্থিতি যখন এমন হয়েছে তাই এর সেরা ব্যবহার করাই ভাল। আর এটা হতে পারে আমাদের আগামী বছরের প্রস্তুতির অংশ। শেষ পর্যন্ত ধোনির দল যদি শেষ সুপার ফোরের টিকেট না পায় তাহলে আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো সেরাচারের আগেই বাদ পড়ার নজির গড়বে চেন্নাই। এবারের আগে আইপিএল হয়েছে ১২ বার। এর মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দুই মৌসুম নিষিদ্ধ ছিল চেন্নাই। বাকি ১০ বারের মধ্যে ৮ বারই তারা খেলেছে ফাইনালে (চ্যাম্পিয়ন হয়েছে তিনবার), অন্য দুইবার ছিল সেরা চারে। এবার সেই ধারায় ছেদ পড়াটা যেন সময়ের ব্যাপার।
×