ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাগুয়েরোর পক্ষে আবারও গার্ডিওলার সাফাই

প্রকাশিত: ২৩:৩২, ২৫ অক্টোবর ২০২০

এ্যাগুয়েরোর পক্ষে আবারও গার্ডিওলার সাফাই

স্পোর্টস রিপোর্টার ॥ ইত্তিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তের ঘটনা। নারী সহকারী রেফারি সিয়ান ম্যাসি-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তোলেন। কিন্তু তার সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরোর। যে কারণে উল্টো থ্রো-ইন ম্যানসিটির পাওনা বলে দাবি করেন তিনি। এই নিয়ে নারী রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এ্যাগুয়েরো। শুধু তাই নয়, এক পর্যায়ে সিয়ান ম্যাসি-এলিসের কাঁধে হাত রাখেন এ্যাগুয়েরো। স্পর্শ করেন পিঠ। যা মোটেও স্বাভাবিকভাবে নেননি ওই নারী রেফারি, এক ঝটকায় এ্যাগুয়েরোর হাত সরিয়ে দেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচনার ঝড় ওঠে। এ্যাগুয়েরোর এমন কা- ‘অপেশাদার, লজ্জাকর’ আখ্যা দিয়ে তাকে রীতিমতো ধুয়ে দেন নেটিজেনরা। তবে ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা ঘটনাটিকে হাল্কভাবে নেয়ার আহ্বান জানান শুরুতেই। তিনি বলেন, ‘ছাড়ুন না এটা। সার্জিও (এ্যাগুয়েরো) আমার জীবনে দেখা সবচেয়ে ভাল মানুষ। অন্য কিছু নিয়ে সমস্যা বের করুন, এটা নিয়ে নয়।’ এখানেই থেমে থাকেননি ম্যানচেস্টার সিটির এই তারকা কোচ। আবারও তার প্রিয় শিষ্যের সাফাই গাইলেন পেপ গার্ডিওলা। এবার তিনি বললেন, ‘এ্যাগুয়েরোকে আমি খুব পরিপূর্ণভাবেই জানি। সেদিন যা ঘটেছিল প্রকৃতপক্ষে তা বার্নার্ডো সিলভা এবং মেন্ডির সঙ্গেও ঘটে থাকে। ব্যাপারটা সবাই বাইরে থেকে বিবেচনা করছে। তবে সার্জিও যে উদ্দেশ্যে তা করেছে সেটা আমি বুঝি। এটা সে একদম স্বাভাবিকভাবেই করেছে সাধারণত যা সার্জিও আমার সঙ্গেও করে। মাঠের ভেতরে কিংবা মাঠের বাইরে অথবা তার সঙ্গে কোলাকোলি করার সময়ও এমনটা করে থাকে। কখনও কখনও সে রেফারির সঙ্গেও করে কিংবা প্রতিপক্ষের কেউ হলেও এমনটা করে সার্জিও। তাই আমি তাকে যতদূর চিনি ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিচ্ছি। বিশ্ব ফুটবলের অনেক বড় মাপের তারকা সে- সেইসঙ্গে বিনয়ী এবং যাদের সঙ্গে মিশেছি তাদের মধ্যে চমৎকার একজন মানুষও সার্জিও এ্যাগুয়েরো।’ গত মৌসুমে প্রিমিয়ার লীগের শিরোপা ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। তবে ইংলিশরা ধরে রেখেছে ভাল খেলার ধারাবাহিকতা। ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের বিরুদ্ধে জয় অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগে পোর্তোর বিপক্ষে ৩-১ গোলের জয়। তবে তাতেও খুশি হতে পারছেন না ম্যানসিটির কোচ গার্ডিওলা। ইপিএলে ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলার আগে চ্যাম্পিয়ন্স লীগের সময়সূচী নিয়ে ক্ষুব্ধ তিনি। এক সংবাদ বিবৃতিতে গার্ডিওলা জানান, ‘অদ্ভুত ক্রীড়াসূচী! এবারের লীগ অনেক বেশি কঠিন। দুই ম্যাচের মধ্যে ৭-৮ দিনের ব্যবধান থাকলে প্রস্তুতি নেয়ার সুযোগ অনেক বেশি থাকে। এই সমস্যা এবার ইউরোপের সব দলগুলোর হচ্ছে।’ অন্যদিকে ম্যানসিটির বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফার্নান্দিনহোর ইনজুরি। পোর্তোর বিপক্ষে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকবেন তিনি।
×