ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনাকালে প্রধানমন্ত্রীর পদক্ষেপ প্রশংসিত ॥ তোফায়েল

প্রকাশিত: ২৩:১৮, ২৫ অক্টোবর ২০২০

করোনাকালে প্রধানমন্ত্রীর পদক্ষেপ প্রশংসিত ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ অক্টোবর ॥ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমান সরকারের সফলতা উল্লেখ করে বলেছেন, আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি রাষ্ট্র বলেও তিনি আশা ব্যক্ত করেন। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা থেকে টেলিকনফারেন্সে এসব কথা বলেন। তোফায়েল আহমেদ আরও বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ শুধু দেশে নয়, আন্তর্জাতিক বিশ্বেও প্রশংসিত হয়েছে। তার গৃহীত পদক্ষেপের কারণেই বাংলাদেশে করোনায় আক্রান্তের হার ও মৃত্যুর হার খুবই কম। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভাল। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ভারতের চেয়ে বেশি। আমাদের রিজার্ভ পাকিস্তানের চেয়ে বেশি। তিনি আরও বলেন, করোনাকালীন প্রতিটি সেক্টরেই প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার গৃহীত পদক্ষেপের কারণে কেউ অনাহারে থাকেনি। আমরা ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। বিভিন্ন দারিদ্র দূর করার জন্য নানা পদক্ষেপ নিয়েছি। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন একটি লোকও গৃহহীন থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে এখন শহরে রূপান্তরিত করেছে। গ্রাম এখন শহর। এই ভোলায় অনেকেই মন্ত্রী ছিল। অনেকেই দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা যেভাবে উন্নয়ন করেছি। যে কোন বাড়িতে গাড়ি নিয়ে যেতে পারি। ভোলা-চরফ্যাসন রাস্তা স্বাধীনতার পর আমি করেছি। আজকে ভোলাকে আমরা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পেরেছি। ভোলায় পর্যাপ্ত গ্যাস আছে। সেই গ্যাস থেকে শিল্প হবে। আমরা আশা করি ভোলা-বরিশাল ব্রিজের কাজ খুব তাড়াতাড়ি হবে। উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ খোরশেদ মাতাব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনছুরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
×