ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু, আটক ৪

প্রকাশিত: ২৩:০৭, ২৫ অক্টোবর ২০২০

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু, আটক ৪

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৪ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টীল এ্যান্ড রোলিং রড প্রস্তুতকারক কারখানায় ভাট্টি বিস্ফোরিত হয়ে গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হয়ে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ও দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৪ শ্রমিকের মৃত্যু হলো। বৃহস্পতিবার রাত তিনটায় উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টীল এ্যান্ড রি-রোলিং মিল কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ফাহিমের ভাই মাহিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রিমিয়ার স্টীল এ্যান্ড রোলিং মিলের জেনারেল ম্যানেজারসহ চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, জেনারেল ম্যানেজার আশরাফুল আলম, ম্যানেজার নাসির তালুকদার, প্রোডাকশন ম্যানেজার এস এম মাইনুল ইসলাম, সুপারভাইজার মজিদুল ইসলাম। নিহত দুই শ্রমিক হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরি এলাকার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।
×