ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাচিকে ধর্ষণকারী শরীফের বিরুদ্ধে এবার ব্যবসায়ীর স্ত্রীর মামলা

প্রকাশিত: ২৩:০৬, ২৫ অক্টোবর ২০২০

চাচিকে ধর্ষণকারী শরীফের বিরুদ্ধে এবার ব্যবসায়ীর স্ত্রীর মামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ নোয়াখালীতে চাচিকে ধর্ষণকারী শরীফ বাহিনীর প্রধান শরীফের বিরুদ্ধে ফের ব্যবসায়ীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নির্যাতিতা গৃহবধূ (২৭) বাদী হয়ে শরীফের বিরুদ্ধে মামলাটি করেন। এদিকে চাটখিলে নয় বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া বগুড়ার সান্তাহারে গণধর্ষণ মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আর নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জে কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি নূর মিয়াকে। শুক্রবার রাত ও শনিবার এসব তথ্য জানা গেছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। নোয়াখালীর চাটখিলে চাচিকে ধর্ষকারী শরীফ বাহিনীর প্রধান মুজিবল হক শরীফের (৩২) বিরুদ্ধে ৪৮ ঘণ্টা পার না হতেই ফের ধর্ষণের অভিযোগ এনে আরেকটি ধর্ষণ মামলা করেছেন এক ব্যবসায়ীর স্ত্রী (২৭)। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় এ মামলা করেন। শরীফ (৩২) নোয়াখলা ইউনিয়নের শরীফ বাহিনীর প্রধান। গত ২১ অক্টোবর চাচিকে ধর্ষণের মামলায় পুলিশের হাতে আটক হয় সে। পরে তাকে নিয়ে তার বাড়ি থেকে অস্ত্র, দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। দুটি মামলায় পুলিশের হাতে আটক হয়ে সে চারদিনের রিমান্ডে রয়েছে। শনিবার চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, শরীফের বিরুদ্ধে আরেক গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তিনি আরও জানান, গৃহবধূর স্বামী ঢাকায় ব্যবসা করেন। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গৃহবধূর ছেলে-মেয়ে নানার বাড়িতে ছিল। রাতে খাবার খেয়ে ছোট ভাইসহ ঘুমিয়ে পড়েন গৃহবধূ। রাত আনুমানিক দুটার দিকে প্রতিবেশী শরীফ গৃহবধূর ঘরের জানালা ভেঙ্গে তার দিকে অস্ত্র তাক করে দরজা খুলতে বলে। কিন্তু দরজা খুলবে না বলার সঙ্গে সঙ্গে শরীফ ঘরে ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে ভয়ে গৃহবধূ দরজা খুলে দিলে শরীফ ঘরে ঢুকে গৃহবধূকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ধর্ষণ করে। শরীফের গ্রেফতারের খবর শুনে থানায় এসে গৃহবধূ শরীফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। কিশোরের বিরুদ্ধে মামলা ॥ চাটখিলে প্রলোভন দেখিয়ে নয়বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত ২১ অক্টোবর বিকেলে শাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক। অভিযুক্ত মোঃ মিরাজ হোসেন (১৫) পূর্ব করটখিল গ্রামের আমিন উল্ল্যা মুন্সী বাড়ির মৃত মনির হোসেনের ছেলে। গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার ॥ বগুড়ার সান্তাহারে বিনোদন স্পট শখের পল্লী পার্কে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারীকে তুলে নিয়ে গণধর্ষণ করার মামলার দুই আসামিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার সৈয়দ আলীর ছেলে জহুরুল (২৭) ও আইযুব আলীর ছেলে নাহিদকে (২৯)। জানা গেছে, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে শখের পল্লী পার্কে কর্মরত এক নারী শ্রমিক কাজ শেষ করে সন্ধ্যা সাতটার দিকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি তিয়রপাড়া সেতুতে পৌঁছলে নয়জন বখাটে যুবক ভ্যানচালককে মারপিট করে তাড়িয়ে দেয়। এরপর নারী শ্রমিককে জোর করে ভ্যান থেকে নামিয়ে খালের পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে সংবাদ পেয়ে ওই নারীর স্বজনরা তাকে খালের পাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ওই নারী পরের দিন বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা করেন। পুলিশ সে সময় তিনজনকে গ্রেফতার করে। ঘটনার হোতা জহুরুল ও নাহিদ পালিয়ে ঢাকায় আত্মগোপন করে। মামলার তদন্তকারী অফিসার সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান শুক্রবার দুজনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। গণধর্ষণের প্রধান আসামি আটক ॥ লালমনিরহাটের কালীগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি নুরু মিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠান। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ ম-ল জানান, কালীগঞ্জ থানার একটি টিম শুক্রবার ভোরে ফতুল্লা মডেল থানা এলাকা থেকে নুরুকে গ্রেফতার করেছে। গণধর্ষণের পর থেকে সে আত্মগোপন করে ছিল। আটক নুরু মিয়া (৪০) কালীগঞ্জের তালুক বাণীনগর গ্রামের মোঃ মজিবরের ছেলে। গণধর্ষণের শিকার ওই কিশোরী গত ১০ অক্টোবর কালীগঞ্জ থানায় সরাসরি ধর্ষণে জড়িত সাত ধর্ষকসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। মেয়েটি বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়। তাকে তিনদিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল। সূত্র জানায়, গত ৬ অক্টোবর ট্রেনে পাটগ্রাম হতে কালীগঞ্জের কাকিনা রেল স্টেশনে আসে কিশোরীটি। সেখানে দোকানে খাওয়ার জন্য ঢোকে। দোকানে রকি নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয়। সে কৌশলে কিশোরীকে পুনরায় ট্রেন ধরতে দেয়নি। তাকে ইজিবাইকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রাতে সেচপাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করে। এভাবে সারারাত কয়েকটি জায়গায় একাধিক ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভোরের দিকে ট্রাকে উঠিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু এতে বাদসাধে ধর্ষিতা কিশোরী। সকালে খোঁজ নিয়ে ধর্ষক রকির বাড়িতে বিচার নিয়ে যায়। সেখানে রকির বাবা-মায়ের সামনে কিশোরীকে মারধর করে রকি। মার খেয়ে স্টেশন এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয় কিশোরীটি। পরে কালীগঞ্জ প্রেসক্লাবে গিয়ে বিষয়টি সাংবাদিকদের জানান। সংবাদকর্মীদের হস্তক্ষেপে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। মামলায় গ্রেফতারকৃত রকি ও নুরুসহ ধর্ষক হিসাবে সাতজনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও সালিশকারী হিসেবে বাণীনগর গ্রামের রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা সোলাইমান আলী, তুষভা-ার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম এবং স্থানীয় একটি অনলাইন পত্রিকার সম্পাদককে আসামি করা হয়। বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ ॥ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শুভ কুমার হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ গ্রেফতারকৃত শুভ কুমারকে শনিবার বিকেলে আদালতে পাঠিয়েছে। মামলার সূত্রে জানা যায়, ফতুল্লার লালপুর এলাকায় একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে হিন্দু সম্প্রদায়ের শুভর সঙ্গে গত ৪-৫ মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই মুসলিম কিশোরীর। নিজের ধর্ম ত্যাগ করে কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে শুভ কুমার। এক পর্যায়ে বিয়ের কথা বললে শুভ অস্বীকৃতি জানায়। পরে ওই কিশোরী শুক্রবার রাতে ফতুল্লা থানায় প্রেমিক শুভ কুমার হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করে। এ ঘটনায় শনিবার সকালে ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন রাত পৌনে ৮টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার পর পুলিশী নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলায় অভিযুক্ত শুভকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে গ্রেফতারকৃত আসামি শুভকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
×