ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২২:৫৫, ২৫ অক্টোবর ২০২০

আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ অক্টোবর ॥ ফরিদপুরে একটি আবাসিক হোটেল থেকে ২২ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার বিকেল পৌনে তিনটার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রাজস্থান আবাসিক হোটেলের ২০২ নম্বর কক্ষ থেকে। আবাসিক হাসপাতালের নিবন্ধন সূত্রে জানা যায়, ওই তরুণীর নাম স্বর্ণা। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার থানতলা গ্রামের জোহর আলীর মেয়ে। ওই আবাসিক হোটেল সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টার দিকে স্বর্ণা এবং মাদারীপুর সদরের থানতলা গ্রামের মোতালেব মিয়ার ছেলে মোহাম্মদ সজীব (২৭) নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আবাসিক হোটেলের দোতলায় অবস্থিত ২০২ নম্বর কক্ষটি ভাড়া নেয়। না’গঞ্জ বন্দরে নারী শ্রমিকের লাশ ॥ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের বন্দরে রাহিমা বেগম (৪৫) নামে জুট মিলের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এশিয়ান হাইওয়ের (মদনপুর-গাজীপুর বাইপাস সড়ক) বন্দরের মদনপুরের চাঁনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহতের দুই হাঁটু, পিঠ ও কোমড়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং নাক থেঁতলানো ছিল বলে পুলিশ জানায়। নিহত রাহিমা বন্দরের মদনপুর বড় সাহেব বাড়ির কৈতারবাগ এলাকার রুহুল আমিনের স্ত্রী। সন্ধ্যা সোয়া ৭টায় ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা না হত্যাকা-। তবে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত রাহিমার ভাগ্নে আবদুর রহমান জানান, তার খালা রাহিমা বেগমের বিয়ে হয় বন্দরের মদনপুর বড় সাহেব বাড়ির কৈতারবাগ এলাকার রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন পরে আবারও বিয়ে করেন। এরপর নানা কারণে রাহিমাকে নির্যাতন করত রুহুল।
×