ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশ্রয় নিল কপ্টারে!

প্রকাশিত: ২২:৫৪, ২৫ অক্টোবর ২০২০

আশ্রয় নিল কপ্টারে!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানলে একদিকে পুড়ে ছাই হয়ে গেছে ২৫ মাইল সবুজ অরণ্য, অন্যদিকে পুড়েছে বাড়িঘরও। মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। জানা গেছে, বজ্রপাতের ফলে দাবানলের সূত্রপাত হয়েছে। গত এক মাস ধরেই জ্বলছে বনভূমি। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। ঝড়ো হাওয়ার দাপটে দ্রুত ছড়াচ্ছে দাবানল। এই পরিস্থিতিতে আগুনের গ্রাসে শেষ হয়ে যাওয়া বনভূমির ভেতর থেকে প্রাণ-ভয়ে হেলিকপ্টারের ভেতর আশ্রয় নিয়েছে একটি প্যাঁচা। খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো ও মাডেরা কাউন্টি এলাকায় হেলিকপ্টারে দাবানলের আগুন নেভানোর দায়িত্বে ছিল চার্টার কোম্পানি স্কাই এ্যাভিয়েশন। সংস্থার পাইলট ড্যান এ্যালপিনো হঠাৎ দেখতে পান একটি প্যাঁচা উড়ে হেলিকপ্টারের ঢুকে পড়েছে। ধীরে ধীরে গিয়ে জানালার ধারে বসে পড়ে সেটি। সেই সময় বনভূমির লেলিহান শিখার ওপর কপ্টার থেকে পানি ছিটানোর দায়িত্ব পালন করছিলেন ড্যান। সংস্থার পক্ষ থেকে পরে ফেসবুকে ঘটনাটি শেয়ার করা হয়। লস এ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় গড়ে দাবানলের আগুন ৪০০ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে। দাবানলের আগুন অবিশ্বাস্য রকম দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। এটা ঐতিহাসিক, আগে কখনও এমন ঘটনা ঘটেনি। ওয়াশিংটনে সারাবছরে দমকল কর্মীরা যে আগুন প্রত্যক্ষ করেন, একদিনে তার থেকে অনেক বেশি একর এলাকাকে পুড়িয়ে দিচ্ছে দাবানল। ওরেগন ও আইডাহোর মানুষও ভয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। পশু-পাখিদেরও একই অবস্থা। -ইন্ডিয়া টাইমস
×