ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল

চেন্নাইকে ১০ উইকেটে হারাল মুম্বাই

প্রকাশিত: ০০:৪০, ২৪ অক্টোবর ২০২০

চেন্নাইকে ১০ উইকেটে হারাল মুম্বাই

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাইকে ১০ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল মুম্বাই ইন্ডিয়ানস। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই ইন্ডিয়ানস। দলীয় শূন্য রানেই প্রথম উইকেটের পতন হয় চেন্নাইয়ের। মাত্র তিন রানের মধ্যে শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়ে একেবারে খাদের কিনারে চলে যায় চেন্নাই। এরপর রান তোলার চেয়ে দলের বিপর্যয় সামাল দেয়ার দিকে মনোযোগী হন ব্যাটসম্যানরা। তারপরও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে । শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে চেন্নাই সংগ্রহ করে ১১৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন স্যাম কুরান। ৪৭ বল খেলে তিনি এই রান সংগ্রহ করেন। এছাড়া অধিনায়ক ধোনি ১৬ বলে ১৬ এবং ইমরান তাহির ১০ বলে ১৩ রান সংগ্রহ করেন। মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে চার ওভার বল করে ১৮ রান দিয়ে চারটি উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহার দুটি করে উইকেট দখল করেন। অপর উইকেটটি নেন নাথান কুল্টার নাইল। মুম্বাই ইন্ডিয়ানসের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১১৫ রান। মাত্র ১২.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। মুম্বাইয়ের উদ্বোধনী জুটিই ভাঙ্গতে পারেননি চেন্নাই সুপার কিংসের বোলাররা। ফলে ১০ উইকেটের জয় পায় মুম্বাই। মুম্বাইয়ের কুইন্টন ডি কক ৩৭ বলে ৪৬ আর ঈশান কিশান করেন ৩৭ বলে ৬৮ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে এখন মুম্বাই ইন্ডিয়ানস (১৪ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লী ক্যাপিটালস (১৪ পয়েন্ট), তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (১৪ পয়েন্ট) আর চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্স (১০ পয়েন্ট)।
×