ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে করোনা শনাক্তের হার কমেছে

প্রকাশিত: ২২:৫২, ২৪ অক্টোবর ২০২০

দেশে করোনা শনাক্তের হার কমেছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ও শনাক্তকৃত নতুন রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৫৮৬ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৭৬১ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৫৩৩ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১১৯টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১৩ পুরুষ এবং ১ নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১২ ও রাজশাহীতে ২ জন রয়েছেন।
×